বাংলার ৬ কেন্দ্রে উপ নির্বাচনে প্রার্থী ঘোষণা বিজেপির
১৩ নভেম্বর উপ নির্বাচন হবে রাজ্যের ছ’টি বিধানসভা কেন্দ্রে।
উপ নির্বাচনে প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির।
তালিকায় রইল কাদের নাম।
বাংলায় ৬ বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচনের প্রার্থী ঘোষণা করল বিজেপি। সিতাই কেন্দ্রে প্রার্থী হয়েছেন দীপক কুমার রায়, মাদারিহাটের প্রার্থী রাহুল লোহার, নৈহাটি থেকে রূপক মিত্র, হাড়োয়ায় বিমল দাস, মেদিনীপুরে শুভজিৎ রায় এবং তালডাংরায় অনন্যা রায় চৌধুরী গেরুয়া শিবিরের হয়ে ভোটে লড়বেন।
রাজ্যে যে ৬টি আসনে বিধানসভা উপ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে তার মধ্যে ২০২১ সালে তৃণমূল জিতেছিল ৫টি এবং বিজেপি পেয়েছিল ১টি আসন। এই কেন্দ্রগুলির বিধায়করা নিজের দলের হয়ে লোকসভা ভোটে লড়েন এবং জয়ী হন। ফলে বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে হয়েছিল তাঁদের। এই বিধায়কশূন্য কেন্দ্রগুলিতেই অনুষ্ঠিত হতে চলেছে ভোট।
+ There are no comments
Add yours