বাংলা ভাষাকে প্রাধান্য দিতে কলকাতায় সাইনবোর্ডে নির্দেশিকা
বাংলা ধ্রুপদী ভাষার স্বীকৃতির পর কলকাতার মেয়র ফিরহাদ হাকিম সাইনবোর্ডে বাংলা ভাষার প্রাধান্য দেওয়ার কথা বলেছেন। তিনি উল্লেখ করেছেন, ‘‘আগে বড় করে বাংলায় সাইনবোর্ড লিখুন, তারপর হিন্দি, উর্দু কিংবা ইংরেজি লেখা যেতে পারে।’’ মেয়র বলেন, ‘‘রাজ্যের অধিকাংশ মানুষ বাংলা বোঝেন, তাই বাংলায় লিখলে সবার বুঝতে সুবিধা হবে এবং এটি সবাইকে গর্বিত করবে।’’ ২০০৭ সালে বাম জমানায় তৎকালীন মেয়র বিকাশ রঞ্জন ভট্টাচার্যও শহরের সাইনবোর্ডে বাংলা ভাষার ব্যবহার নিয়ে নোটিস জারি করেছিলেন, তবে তা তখন বাস্তবায়িত হয়নি।
+ There are no comments
Add yours