বাইক সাইলেন্সারের বিকট আওয়াজ, অতিষ্ঠ হয়ে পুলিশ ধরলেন এক যুবককে, তারপরে বিপত্তি
বর্তমানে বিভিন্ন বাইকে সাইলেন্সার বদল করে বিকট আওয়াজ এর সাইলেন্সার লাগানোর যথেষ্ট দৌরাত্ম্য বেড়েছে। সেই শব্দের দাপট কমাতে পুলিশও কড়া নজরদারিও চালাচ্ছে। তবে এবার সেই আইন রক্ষা করতে গিয়ে মার খেতে হল পুলিশকে। এক যুবক বাইকে অত্যাধুনিক সাইলেন্সার লাগিয়ে পুলিশের হাতে ধরা পড়লে পুলিশকে মারধর করে ওই যুবক ও তার পরিবার এর লোক। এই ঘটনায় আহত হয়েছেন দিল্লি পুলিশের এক ইনস্পেক্টর এবং এক কনস্টেবল। ঘটনাটি ঘটেছে দিল্লির জামিয়া নগরে। রবিবার সন্ধ্যেয় রাজধানীর মধ্যে এই ঘটনায় রীতিমত শোরগোল পড়ে গিয়েছে। পুলিশ সূত্রে জানা যায় এক যুবক রয়েল এনফিল্ডের বিকট আওয়াজ নিয়ে বাইক ছুটিয়ে যাচ্ছিল, সেই সময় সেই জায়গায় কর্মরত পুলিশকর্তারা যুবকটিকে ধরে, তারপর বাইকটিকে ভালোভাবে দেখার পর দেখা যায় বাইকটিতে নিয়ম বহির্ভূত সাইলেন্সার লাগানো হয়েছে। যা মোটর ভেহিকেল আইন অনুযায়ী আইন-শৃঙ্খলা ভঙ্গ করেছে। তারপরে ওই বছর চব্বিসের যুবক আসিফ তার বাবা রিয়াজউদ্দিন কে ডেকে নিয়ে আসে। এরপর বাবা ছেলে মিলে পুলিশের হাত থেকে বাইক থেকে কোন ভাবে ছাড়িয়ে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এরপরে যখন পুলিশ তাদেরকে বাধা দিতে যায় তখন তার বাবার রিয়াজউদ্দিন পুলিশের হাত ধরে আর তার ছেলে আসিফ পুলিশের চোখে জোরে ঘুসি মারে, শুধু একজন পুলিশ কর্মী নয় আরো দুজনকে এভাবে তারা মারধর করে। ফলে ওই দুই তিন জন পুলিশ কর্মী গুরুতর আহত হয়। এরপরে পুলিশের তরফ থেকে জানানো হয় ওই দুই ব্যক্তি আসিফ ও তার বাবা রিয়াজউদ্দিন এর নামে এফআইআর দায়ের করা হয়েছে।
কর্তব্যরত অবস্থায় পুলিশকর্মীকে মারধরের ঘটনায় জামিন অযোগ্য ধারায় মামলা করা হয়েছে। আহত দুই পুলিশকর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে দুই পুলিশ কর্মী চিকিৎসাধীন রয়েছে ।
+ There are no comments
Add yours