বাঘের আতঙ্কে ঝাড়খন্ড রাজ্যের ১০ গ্রামে ১৮৯(৪) ধারা জারি

ঝাড়খন্ড রাজ্যের বালিডি জঙ্গল সহ ১০টি গ্রামে বাঘের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বাঘের পায়ের ছাপ মিললেও এখনো তার সঠিক অবস্থান জানা যায়নি। বাঘের সন্ধানে ট্র্যাপ ক্যামেরা বসানো হলেও তাতে বাঘ ধরা পড়েনি, যার ফলে আতঙ্ক বৃদ্ধি পেয়েছে। রবিবার, বাঘের উপস্থিতি এবং জনসাধারণের নিরাপত্তার জন্য সরাইকেলা খরসোওয়া জেলার চৌকা থানার বালিডি জঙ্গল সহ ১০টি গ্রামে ১৮৯(৪) ধারা জারি করা হয়েছে, যার আওতায় একসঙ্গে পাঁচজনের বেশি মানুষ ওই জঙ্গলে যেতে পারবেন না।এলাকার গ্রামবাসীরা এখন গৃহবন্দী অবস্থায় দিন কাটাচ্ছেন। বাঘের আতঙ্কের কারণে গবাদি পশু বাড়ির উঠোনে রাখা হচ্ছে এবং বনজ সম্পদ সংগ্রহ বন্ধ রয়েছে, যার ফলে রুটি রুজিতে সমস্যা সৃষ্টি হয়েছে। চৌকা সদর থেকে চান্ডিল শহর পর্যন্ত ভরা পর্যটনের মরশুমেও রাস্তাঘাটে লোকজনের চলাচল প্রায় নেই।বন বিভাগের চান্ডিল রেঞ্জ আধিকারিক শশীর রঞ্জন প্রকাশ জানিয়েছেন, বাঘের গলায় রেডিও কলার পরানো হয়েছে, যার কারণে তার সঠিক অবস্থান নির্ধারণ করা যাচ্ছে না। তবে বালিডি জঙ্গলে বাঘের পায়ের ছাপ পাওয়া গেছে। সুতরাং, ওই এলাকার গ্রামবাসীদের সতর্ক থাকার জন্য বলা হয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।এছাড়া, ঝাড়খন্ড রাজ্যের সীমানা লাগোয়া বাঘমুন্ডি ও বলরামপুর ব্লকের বিভিন্ন গ্রামে রেড এলার্ট জারি করা হয়েছে, এবং ঝাড়গ্রাম ও পুরুলিয়া এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।

Asia News https://asianewslive.in

Asia News is a digital news platform that brings Asia to the global online audience.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours