শুক্রবার ১৯ জুলাই দেশের বেশ কিছু শহরে ও রাজ্যে পেট্রোল ডিজেলের দাম বদলে গিয়েছে। অন্যান্য দিনের মত আজও ভোর ৬টার সময় সরকারি তেল কোম্পানিগুলি তাদের তেলের দাম প্রকাশ করেছে। মূলত বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামের (Petrol Price Today) উপর এই পেট্রোল ডিজেলের দাম (Petrol Diesel Price) নির্ভর করে। তাছাড়া মালবাহী কর, মূল্য সংযোজন করের কারণেও রাজ্য থেকে রাজ্যে পেট্রোল ডিজেলের দামে হেরফের ঘটে। গত ২৪ ঘণ্টায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়ে গিয়েছে। বেন্ট ক্রুড অয়েলের দাম এখন প্রতি ব্যারেলে ৮৫ ডলার। আজ রাজস্থান, হরিয়ানা এবং উত্তরপ্রদেশে পেট্রোল ডিজেলের দামে বড় বদল দেখা গিয়েছে।
সরকারি তেল কোম্পানিগুলির মতে, উত্তরপ্রদেশের গৌতম বুদ্ধ নগরে আজ পেট্রোল ২৯ পয়সা সস্তায় প্রতি লিটারে ৯৪.৭২ টাকায় বিক্রি হচ্ছে। ডিজেলের দামও ৮১ পয়সা কমে হয়েছে লিটারে ৮৭.৯১ টাকা। হরিয়ানার রাজধানী গুরুগ্রামে পেট্রোলের দাম ১৫ পয়সা বেড়ে হয়েছে ৯৫.০৫ টাকা এবং ডিজেলের দামও এদিন ১৫ পয়সা বেড়ে হয়েছে লিটার পিছু ৮৭.৯১ টাকা। রাজস্থানের যোধপুরে আজ ১৯ জুলাই শুক্রবার পেট্রোলের দাম ৩৯ পয়সা বেড়ে হয়েছে ১০৪.৯৮ টাকা লিটারে এবং ডিজেল বিক্রি হচ্ছে ৩৬ পয়সা বেশি দামে লিটারে ৯০.৪৬ টাকায়।