বায়োপিক থেকে এবার দূরে সরে থাকবো হঠাৎ কেন এমন সিদ্ধান্ত ‘ রণদীপের ?
স্বতন্ত্র বীর সারভারকার’ ছবিতে সারভারকারের জীবনকে বড়পর্দায় তুলে ধরেছেন রণদীপ হুডা। শুধু অভিনেতা হিসাবে নয়, পরিচালক হিসাবেও এই ছবির গুরু দায়িত্ব ছিল রণদীপের কাঁধে। চলতি বছর ২২ মার্চ মুক্তি পেয়েছিল এই সিনেমাটি। তবে এবার আর কোনও বায়োপিকে অভিনয় করতে চান না অভিনেতা, বেছে নিতে চান অ্যাকশন প্যাক্টড মুভি।
স্বতন্ত্র বীর সারভারকার’ IFFI ২০২৪ – এ জায়গা পেয়েছে। গোয়ায় অনুষ্ঠিত এই চলচ্চিত্র উৎসবে যোগ দিতে এসে অভিনেতা বলেন, ‘আমি বেশ কয়েকটি বায়োপিকে ইতিমধ্যেই অভিনয় করেছি, চরিত্রের স্বার্থে কখনও ওজন কমাতে হয়েছে কখনও আবার বাড়াতে হয়েছে। কিন্তু আমি বায়োপিক থেকে এবার দূরে রাখার চেষ্টা করছি নিজেকে।’
রণদীপ বলেন, ‘বায়োপিকের যে গল্পগুলো সিনেমার পর্দায় দেখানো হয়, তার পরিণতি ভীষণ করুণ হয়। এছাড়া একই ধরনের সিনেমা করতে করতে মানুষ এখন ভাবে আমি শুধুমাত্র বায়োপিক সিনেমাতেই অভিনয় করি, মানুষ ভুলে গেছে এর আগে অ্যাকশন এবং রোমান্টিক সিনেমাতেও আমি অভিনয় করেছিলাম।’
সিনেমা বাছাই নিয়ে কথা বলতে গিয়ে অভিনেতা বলেন, ‘আমি বাণিজ্যিক সিনেমায় এবার অভিনয় করতে চাই। যে সমস্ত সিনেমা মসলাদার এবং চটকদার সিনেমা হয় এবার সেই সমস্ত সিনেমায় ফিরতে চাই। অভিনয়ের মাধ্যমে যতটা সম্ভব মানুষের কাছে পৌঁছানোই আমার প্রধান উদ্দেশ্য।’
রণদীপের আগামী সিনেমা ‘জাত’ – এ তিনি সানি দেওলের সঙ্গে অভিনয় করেছেন।
+ There are no comments
Add yours