বিএসএফ জওয়ানকে ট্রেনের মধ্যে মারধর, টিটি দাঁড়িয়ে দেখলেন!

দূরপাল্লার ট্রেনের আসন নিয়ে বচসার জেরে চলন্ত ট্রেনে এক বিএসএফ জওয়ানকে মারধর করার অভিযোগ উঠেছে ট্রেনের প্যান্ট্রিকারের কর্মীদের বিরুদ্ধে। এই ঘটনা ঘটেছে কন্যাকুমারী-ডিব্রুগর বিবেক এক্সপ্রেসে, যেখানে ট্রেনের কর্তব্যরত টিটি (ট্রেন টিকেট পরীক্ষা) উপস্থিত ছিলেন কিন্তু কোনো ব্যবস্থা নেননি।

ঘটনাটি ঘটে রবিবার রাত সাড়ে আটটা নাগাদ, যখন ট্রেনটি বিজয়ওয়াড়া স্টেশন পেরোয়। অভিযোগ, বিএসএফ জওয়ান বীরেশচন্দ্র বর্মন, যিনি তামিলনাড়ুর তিরুপুর রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে উঠেছিলেন, এসি থ্রি টায়ারে টিকিট কাটার পরও তাকে বসতে দেওয়া হয়নি। প্যান্ট্রিকার কর্মীরা তার টিকিট অন্য কাউকে বিক্রি করে দেয় এবং এই বিষয়ে প্রতিবাদ জানালে তাকে মারধর করা হয়। মারধরের ফলে জওয়ানের মুখ ও নাক দিয়ে রক্ত ঝরে।

ঘটনার ভিডিও একজন যাত্রী ধারণ করেন এবং এটি জওয়ান তার পরিবারকে পাঠান। পরবর্তীতে, ট্রেনটি নিউ আলিপুরদুয়ারে পৌঁছালে এই বিষয়টি সামনে আসে। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, বীরেশচন্দ্র বর্মনের টিকিট এসি থ্রি টায়ারের ওয়েটিং লিস্টে ছিল, তবে স্লিপার ক্লাসে সফর করা তার জন্য নিয়ম অনুযায়ী সম্ভব ছিল না। তবে, ট্রেনের ভিতরে কোনো যাত্রীকে মারধর করা সম্পূর্ণ অগ্রহণযোগ্য।

উত্তরপূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনের ডিআরএম অমরজিৎ গৌতম জানিয়েছেন যে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। তবে জওয়ানের আত্মীয়রা অভিযোগ করেছেন, রেল যাত্রী অভিযোগের ১৩৯ নম্বরে ফোন করেও কোনো সুরাহা পাননি

Asia News https://asianewslive.in

Asia News is a digital news platform that brings Asia to the global online audience.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours