বিক্ষিপ্ত বৃষ্টি নাকি ঝলমলে রোদ, জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া, রইল আপডেট
জানা গেছে, চলতি সপ্তাহে মূলত শুষ্ক থাকবে আবহাওয়া। দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়ও হালকা বৃষ্টির আভাস।
পুজো শেষে সামনেই লক্ষ্মীপুজো এবং কালীপুজো। এই দুই পুজো ঘিরে জনগণেনর উন্মাদনা কম থাকে না। থাকে বিস্তর পরিকল্পনাও।
তেমনই থাকে পুজোর আয়োজনে কম থাকে না। এবার পুজোর পর এল বিশেষ খবর। জানা গিয়েছে চলতি সপ্তাহের আবহাওয়া।
আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গের উপকূল এবং সংলগ্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা আছে। তবে, ভারী বৃষ্টি নয়। হতে পারে হালকা বা বিক্ষিপ্ত বৃষ্টি।
উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং-সহ পার্বত্য এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। বাকি জেলাতে মূলত থাকবে শুষ্ক আবহাওয়া।
১৫ অক্টোবর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কিছুটা বাড়বে। লক্ষ্মীপুজোতে সামান্য বৃষ্টির পূর্বাভাস রয়েছে। নিম্নচাপের কারণে কতদিন বৃষ্টি হতে পারে? জানিয়ে দিল আলিপুর আবহাওয়া অফিস।
আবহাওয়ার পূর্বাভাস বলছে এবার শুষ্ক থাকবে আবহাওয়া। আজ কোথাও ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বিক্ষিপ্ত ভাবে হতে পারে বৃষ্টি।
বঙ্গোপসাগর থেকে হু হু করে জলীয় বাষ্প ঢুকছে। ফলে বাতাসে আর্দ্রতা জনিত অস্বস্তি রয়েছে। নিম্নচাপ তৈরি হওয়ার সঙ্গে স্থানীয়ভাবে মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা বাড়বে। উপকূল সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে।
রবিবার বাংলা থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষা বিদায় নিয়েছে। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সব জেলা থেকেই বর্ষা বিদায় নিয়েছে। বাংলায় বর্ষার বৃষ্টির সম্ভাবনা আর নেই।