মেদিনীপুর শহরের উপকণ্ঠে অবস্থিত বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপকের নামে ‘বিতর্কিত’ পোস্টার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো বিশ্ববিদ্যালয় চত্বরে.বৃহস্পতিবার ১৮ই জুলাই সকাল ১১ টা নাগাদ বিশ্ববিদ্যালয় খোলার পরই বিশ্ববিদ্যালয়ের ওই অধ্যাপকের নামে বিস্ফোরক সব ‘অভিযোগ’ সমন্বিত একাধিক পোস্টার নজরে আসে বিশ্ববিদ্যালয়ের কিছু পড়ুয়াদের। তারপরে চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও বা কে বা কারা এই পোস্টার সাটিয়েছেন সেই বিষয়ে কিছু জানা যায়নি। তবে পোস্টার এর নিচে নিজেদের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের শুভাকাঙ্ক্ষী বৃন্দ হিসেবে দাবি করা হয়েছে. ঐ অধ্যাপক বিশ্ববিদ্যালয়ের এক সম্মানজনক পদে আছেন। তার বিরুদ্ধে পড়ুয়াদের সঙ্গে ‘দুর্ব্যবহার’ সহ ছাত্রীদের প্রতি ‘কুৎসিত’ আচরণ করার অভিযোগ আনা হয়েছে। যদিও এই বিষয়ে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ কোনো অধিকারিকীই বিশেষ কোনো অন্তব্য করতে চান নি। উপাচার্য অধ্যাপক সুশান্ত কুমার চক্রবর্তী জানিয়েছেন… ‘কোন অধ্যাপক বা শিক্ষা কর্মীর নামে নির্দিষ্ট অভিযোগ থাকলে অবশ্যই পদক্ষেপ নিতাম বা এই বিষয়ে মন্তব্য করতাম’ .নাম পরিচয় গোপন রেখে এই বিতর্কিত পোস্টার সাঁটিয়েছে কেউ । যারা এই পোস্টার সাঁটিয়েছে, তারা কি আগেও বিশ্ববিদ্যালয়ের শুভাকাঙ্ক্ষী? যাইহোক এ নিয়ে কোন মন্তব্য করা সমাচীন হবে না। অপরদিকে ওই অধ্যাপক বলেন ..’আমি এই বিশ্ববিদ্যালয়ে গত ৩০ বছর ধরে অধ্যাপনা করছি । ‘কখনো আমার নামে এই ধরনের অভিযোগ শুনেছেন?
যদি এ ধরনের অভিযোগ আমার নামে থাকত, ; নিশ্চয়ই গত ৩০ বছরে কখনো না কখনো প্রকাশ্যে আসতো।