বিয়ের মরশুমে সামান্য বাড়ল সোনার দাম, তবুও রইল মধ্যবিত্তের নাগালের মধ্যেই। জেনে নিন আজকে সোনার দাম কত

বিয়ের মরশুমে প্রতিদিনই একটু একটু করে বেড়ে চলেছে সোনার দাম। বৃহস্পতিবার ২৮ নভেম্বর সামান্য হলেও শহর কলকাতায় বাড়ল সোনার দাম।

বৃহস্পতিবার কলকাতায় ২২ ক্যারাট হলমার্ক সোনার গহনার ১ গ্রামের দাম হয়েছে ৭,৩০০ টাকা। ১০ গ্রামের দাম ৭৩,০০০ টাকা। প্রতি গ্রামে ৮৫ ও ১০ গ্রামে ৮৫০ টাকা বেড়েছে দাম। খুচরো পাকা সোনার ২৪ ক্যারাটের ১ গ্রামের দাম হল ৭,৬৮০ টাকা। আর ১০ গ্রামের দাম ৭৬,৮০০ টাকা। ১ গ্রাম ও ১০ গ্রামে দাম বেড়েছে যথাক্রমে ৯০ ও ৯০০ টাকা। ২৪ ক্যারাটের পাকা সোনার বাটের এক গ্রামের দাম বৃহস্পতিবার ৭,৬৪০ টাকা। আর ১০ গ্রামের দাম হল ৭৬,৪০০ টাকা। এক্ষেত্রেও ১ ও ১০ গ্রামে দাম বেড়েছে যথাক্রমে ৯০ ও ৯০০ টাকা।

বুধবার হলমার্ক সোনার গহনার ২২ ক্যারাটের ১০ গ্রামের দাম ছিল ৭২,১৫০ টাকা। খুচরো পাকা সোনার ২৪ ক্যারাটের ১০ গ্রামের দাম ছিল ৭৫,৯০০ টাকা। আর ২৪ ক্যারাটের ১০ গ্রামের পাকা সোনার বাটের দাম ছিল ৭৫,৫০০ টাকা।

বিয়ের মরশুমে গত মঙ্গলবার কমেছিল সোনার দাম। কিন্তু বুধবার থেকে ফের বাড়তে শুরু করেছে। এটা ঘটনা, নভেম্বরের প্রথম সপ্তাহের পর থেকেই সোনার দাম পড়তির দিকে ছিল। তবে ১৯ নভেম্বর থেকে আবার উর্ধ্বমুখী হয়েছে গহনা সোনার দাম।

Asia News https://asianewslive.in

Asia News is a digital news platform that brings Asia to the global online audience.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours