বিশ্বকর্মা পূজোয় সরকারি হাসপাতালে মদের আসর , গ্রেপ্তার পূর্ত দফতরের কর্মী ।
#VishwakarmaPujo#GovernmentHospital#AlcoholIncident#PublicSafety#Corruption#LawAndOrder#StateConcerns#CurrentAffairs#Shaktinagar#PoliceAction#asianews#asianewslive
আরজিকর কাণ্ড নিয়ে ইতিমধ্যে তোলপাড় সারা রাজ্য জুড়ে। প্রশ্ন উঠেছে সরকারি হাসপাতালের নিরাপত্তা নিয়ে। আর সেই রকম পরিস্থিতিতে বিশ্বকর্মা পুজোর দিন রাত্রেবেলা সরকারি হাসপাতালে মধ্যে বসলে মদের আসর।
শক্তিনগর জেলা হাসপাতালে বহিরাগতদের নিয়ে মদের আসর বসানোর অভিযোগ পুূর্ত দপ্তরের দুই কর্মীর বিরুদ্ধে। হাসপাতাল চত্বরে পূর্ত বিভাগের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অফিসের পাশেই নার্সিং স্কুল। বিশ্বকর্মা পুজোয় সরকারি অফিসের ভিতরেই মদের আসর বসানোর অভিযোগ। ছবি তুলতে গেলে বাধা দেওয়া হয়। পূর্ত দফতরের ২ কর্মীকে গ্রেফতার করা হয়েছে।
রাজ্যে গত কয়েকমাসে একাধিক মারধরের ঘটনা ঘটেছে। সাধারণ মানুষের বিরুদ্ধে আইন হাতে তুলে নেওয়ার ঘটনায় আতঙ্কিত প্রায় সকলেই। কিছুদিন আগেই বাড়ির সামনে মদের আসর বসানোর ‘প্রতিবাদ’ করে মাশুল গুণতে হয়েছিল। রেহাই পায়নি শিশুও। প্রতিবাদ করায় ওই দম্পতির ছ বছরের শিশুর উপরও হামলার অভিযোগ উঠে রাজারহাটে।