বিষ্ণুপুরে ১ ডিসেম্বর শুরু এমএলএ কাপ ক্রিকেট প্রতিযোগিতা

আগামী ১ ডিসেম্বর থেকে বিষ্ণুপুরে শুরু হচ্ছে এমএলএ কাপ ক্রিকেট প্রতিযোগিতা। এর আগে, রবিবার সন্ধ্যায় শহরের স্টেডিয়ামে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ , অতিরিক্ত পুলিশ সুপার, এসডিপিও বিষ্ণুপুর, পুরসভার চেয়ারম্যান গৌতম গোস্বামী, ভাইস চেয়ারম্যান মহাবীর আগরওয়াল, অন্যান্য কাউন্সিলরবৃন্দ ছাড়াও বিষ্ণুপুর শহ মহিলা নেত্রী সঞ্চিতা প্রামানিক, সৈয়দ কামরুজ্জামান বাপন।

উদ্বোধনী অনুষ্ঠানে খেলাধুলার প্রয়োজনীয়তা নিয়ে বক্তারা আলোচনা করেন। পরে প্রতিযোগিতায় অংশ নেওয়া ৮টি দলকে তাদের খেলোয়াড়দের জন্য জার্সি দেওয়া হয়। এছাড়াও এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়।

বিধায়ক তন্ময় ঘোষ বলেন, *”আমাদের মুখ্যমন্ত্রী যুব সম্প্রদায়কে খেলাধুলার প্রতি আগ্রহী করতে বিভিন্ন প্রকল্প চালু করেছেন, যার মধ্যে রয়েছে খেলার সরঞ্জাম বিতরণ ও ক্লাবগুলিকে অনুদান প্রদান। আমি আমার বিধানসভা কেন্দ্রের খেলোয়াড়দের উৎসাহিত করতে ইতিমধ্যেই সাবড়াকোণে এমএলএ কাপ ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেছি। এবার বিষ্ণুপুর শহরে ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করেছি।”*

প্রতিযোগিতায় মোট ৮টি দল অংশগ্রহণ করবে। প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান থেকে প্রতিটি দলের জন্য জার্সি বিতরণ করা হয়েছে।

Asia News https://asianewslive.in

Asia News is a digital news platform that brings Asia to the global online audience.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours