প্রয়াত বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। বৃহস্পতিবার তিনি নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর জীবনাবসানে শোকপ্রকাশ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিন পূর্ণ দিবস সরকারি ছুটি ঘোষণা করেন তিনি। পাশাপাশি গান স্যালুট দিয়ে রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হবে বুদ্ধদেব ভট্টাচার্যের, জানালেন তিনি।
রাজনৈতিক ময়দানে এই দুই রাজনীতিক বরাবর বিপরীত মেরুতে থেকেছেন, প্রতিপক্ষ হয়ে লড়াই করে গিয়েছেন। কিন্তু, ব্যক্তিগত স্তরে বরাবর সৌজন্য দেখিয়েছেন তাঁরা। জন্মদিনে শুভেচ্ছা জানানো হোক বা অসুস্থ বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছুটে যাওয়া, বাংলার রাজনীতির সেই অধ্যায় আগামী প্রজন্মের জন্য সম্বল।
বুদ্ধদেব ভট্টাচার্যের জীবনাবসানে শোক প্রকাশ করে মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী বুদ্ধদেব ভট্টাচার্যের আকস্মিক প্রয়াণে আমি মর্মাহত। বিগত কয়েক দশক ধরেই আমি তাঁকে চিনতাম এবং গত কয়েক বছরে তিনি যখন অসুস্থ ছিলেন তখন আমি কয়েকবার তাঁকে বাড়িতে দেখতে গেছি। এই মুহূর্তে আমি খুব দুঃখিত বোধ করছি। এই শোকের সময়ে মীরাদি এবং সুচেতনের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাই। আমি সিপিআই(এম) দলের সকল সদস্য-সদস্যা, সমর্থক এবং তাঁর সমস্ত অনুগামীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’