বৃষ্টিতে ভারতের অনুশীলনে বিঘ্ন, দিন-রাতের টেস্টের আগে ৫০ ওভারের ম্যাচ খেলে প্রস্তুতি নিতে হবে রোহিতদের
বৃষ্টির কারণে ক্যানবেরায় শনিবার টসই হল না। ভারতীয় দল এবং অস্ট্রেলিয়ার প্রাইম মিনিস্টার একাদশে ম্যাচ ছিল দু’দিনের। প্রথম দিন খেলা না হওয়ায় পড়ে রইল একটি মাত্র দিন। রবিবার তাই ৫০ ওভারের ম্যাচ হবে। ভারতের ব্যাটার এবং বোলারেরা যাতে অনুশীলন করার সুযোগ পান, সেই জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবারের খেলা বাতিল হওয়ার পর স্টেডিয়ামে ৫০ ওভারের ম্যাচের কথা ঘোষণা করা হয়।
ভারতীয় দলের ক্রিকেটারেরা ৬ ডিসেম্বর থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গোলাপি বলের টেস্ট খেলবেন। তার আগে ক্যানবেরায় গোলাপি বলের অনুশীলন ম্যাচ রাখা হয়েছিল। কিন্তু বৃষ্টির কারণে খেলা শুরুই করা গেল না শনিবার। বৃষ্টি চলল প্রায় সারা দিন। পরে বৃষ্টি থামলেও খেলা শুরু করা সম্ভব হয়নি।
ভারতীয় দলে ফিরেছেন রোহিত শর্মা। তিনি অ্যাডিলেডে খেলবেন। তাতে ভারতের ওপেনিং জুটিতে বদল হবে বলে মনে করা হচ্ছে। প্রথম টেস্টে যশস্বী জয়সওয়াল এবং লোকেশ রাহুল ওপেন করেছিলেন। কিন্তু রোহিত ফিরলে রাহুলকে ব্যাটিং অর্ডারে নীচের দিকে নামতে হবে। পার্থে খেলতে পারেননি শুভমন গিলও। তিনি যদি দলে ফেরেন তা হলে তিন নম্বরেও হয়তো জায়গা হবে না রাহুলের। মিডল অর্ডারে খেলতে হতে পারে তাঁকে। প্রস্তুতি ম্যাচে ভারতের কাছে সুযোগ ছিল ব্যাটিং অর্ডার দেখে নেওয়ার। কিন্তু প্রথম দিন বৃষ্টির কারণে ভেস্তে যাওয়ায় সমস্যা হল রোহিতদের
+ There are no comments
Add yours