বেঙ্গালুরুর সার্ভিস অ্যাপার্টমেন্টে তরুণীর রহস্যজনক মৃত্যু, প্রেমিক সন্দেহের কেন্দ্রে
বেঙ্গালুরুর ইন্দিরা নগরের একটি সার্ভিস অ্যাপার্টমেন্ট থেকে অসমের তরুণী মায়া গগৈয়ের (২৩) ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, গত শনিবার হাসিমুখে প্রেমিক আরভ হারনির সঙ্গে অ্যাপার্টমেন্টে প্রবেশ করেছিলেন মায়া। কিন্তু তারপর আর তাকে জীবিত দেখা যায়নি।
পুলিশের অনুমান, সোমবার প্রেমিক আরভ হারনিই তাকে খুন করেন এবং মৃতদেহটি অ্যাপার্টমেন্টেই রেখে একদিনের বেশি সময় অবস্থান করেন। তদন্তকারীরা মনে করছেন, হত্যার পর প্রমাণ লোপাটের উদ্দেশ্যে দেহ টুকরো করার পরিকল্পনাও থাকতে পারে তার।
ঘটনাস্থলে রক্তমাখা কম্বল ও বালিশ পাওয়া গেছে। সিসিটিভি ফুটেজে ২৩ থেকে ২৬ নভেম্বরের মধ্যে অন্য কাউকে অ্যাপার্টমেন্টে প্রবেশ করতে দেখা যায়নি। এই কারণে আরভই খুনি বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে পুলিশ।
মায়া গগৈ বেঙ্গালুরুর একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন। প্রেমিক ঘটনার পর পালিয়ে গিয়েছে এবং তার খোঁজে তল্লাশি চলছে। তদন্তকারীরা এই হত্যাকাণ্ডের পেছনের কারণ ও হত্যার পদ্ধতি বিশ্লেষণ করছেন।
+ There are no comments
Add yours