ঘটনার তদন্তে রউসন যাদবকে জিজ্ঞাসাবাস করায় এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে সুবোধ সিংয়ের নির্দেশে ব্যবসায়ীকে ফোনে হুমকি দেওয়া হয়। ব্যারাকপুরের ব্যবসায়ী তাপস ভগৎ কে ফোন করে হুমকি দেওয়ার কথা স্বীকার করলেন রৌসন। বিহারের বিউড়জোল থেকে আগে রৌসন কে আনা হয়েছে। রাজ্যে। ব্যবসায়ীকে ফোন করে হুমকি থেকে শুরু করে মনিশ শুক্লাকে খুন একাধিক মার্ডার কেসের নাম জড়িয়ে রৌসনের বিরুদ্ধে । আগেই বিহারের গ্যাংস্টার সুবোধকে সিংকে সি আই ডি হেফাজতে নিয়ে আসে এবং তাকে জিজ্ঞাসাবাদ করায় একাধিক তথ্য উঠে আসে। তবে তিনি সিআইডি হেফাজতের আগের দিন একরখা মনোভাব পোষণ করেছিলেন।
এবং পরে সুবোধ সিং জানায় যে সিআইডি চেয়েছিল বলেই আমি কলকাতায় আসতে বাধ্য হয়েছি তবে আমি বিহারে ফিরে যাব। সুবোধ সিং কে সিআইডি হেফাজতে নিয়ে আসার পরেই রওশন যাদবকেও বিহার থেকে আনা হয়েছে , রওশন যাদব দাবি করছেন তিনি সুবোধ সিংয়ের নির্দেশে ওই ব্যবসায়ীকে ফোনে হুমকি দিয়েছিলেন ।