বোমা মেরে তিরুপতি ইসকন মন্দির উড়িয়ে দেওয়ার হুমকি।পাকিস্তানের জঙ্গি সংগঠন ISIS সন্ত্রাসীদের মেইল
যদিও এইবার প্রথম নয় এর আগেও গত কয়েকবার হামলার হুমকি এসেছে। পাকিস্তানি জঙ্গি সংগঠনের তরফ থেকে ইমেইল এসেছে। কিছুদিন আগে অন্ধ্রপ্রদেশের তিরুপতির দুটি হোটেলে বোমাতঙ্ক ছড়িয়েছিল। আর এবার তিরুপতির ইসকন মন্দির বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি এলো। তবে এই ঘটনায় ইতিমধ্যে পুলিশের কাছে এফ আই আর দায়ের করা হয়েছে অভিযোগ পত্রে দাবি করা হয় পাকিস্তানি জঙ্গি সংগঠনের আই এস আই এস সন্ত্রাসীরাই বোমা মেরে মন্দির উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে।
রবিবার ইসকন মন্দির কর্তৃপক্ষ একটি ইমেল পায়, এমনটাই জানতে পেরেছে পুলিশ। সেখানে লেখা রয়েছে, পাকিস্তানের আইএসআইএস মদতপুষ্ট জঙ্গিরা মন্দিরটি বোমা মেরে উড়িয়ে দিতে পারে। এই ইমেল পাওয়ার পরই আতঙ্ক ছড়ায় মন্দিরটিতে। তবে তিরুপতি পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নেয় এবং তল্লাশি চালায়। নিয়ে আসা হয় বোম স্কোয়াড এবং স্লিফার ডগও। তবে মন্দির চত্বর থেকে কোনও বিস্ফোরকের সন্ধান পাওয়া যায়নি।
সার্কেল ইন্সপেক্টর জানিয়েছেন এই পুরো ঘটনা সত্যতা জানতে, সমস্ত কিছু খতিয়ে দেখা হবে এবং এর পূর্ণ তদন্ত করা হবে কে বা কারা কোন উদ্দেশ্যে এই কাজ করেছে তা দেখা হবে। যদিও পুলিশের অনুমান এটি একটি প্রতারণামূলক মেইল। বিভ্রান্ত করার জন্যই এই মেইল পাঠানো হয় বলে মনে করছেন পুলিশ।
তবে এটা প্রথমবার নয় এর আগেও তিরুপতি শহরে দু-তিনবার বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি এসেছিলো। এই ধরনের বোমা হুমকির খবরে স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন , ও মন্দিরের দর্শনার্থী ও ভক্তরা যথেষ্ট আতঙ্কিত।
+ There are no comments
Add yours