জন।
শহরের মাঝখানে আছড়ে পড়ে একটি যাত্রীবাহী বিমান। এই ঘটনায় প্রাণ হারিয়েছেন ৬১ জন। তবে এই ঘটনা কিভাবে ঘটল তা নিয়ে কিছু জানায়নি বিমান সংস্থা দপ্তর থেকে। তবে সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে। সংবাদ সংস্থা এ এফবি সূত্রে খবর শুক্রবার দক্ষিণ ব্রাজিলের পারানার ক্যাশকাউল শহর থেকে পাউলোর দিকে যাচ্ছিল বিমানটি বিলহেবের একটি শহরের কাছে আছড়ে পড়ে ওই বিমানটি। বিমানে 58 জন যাত্রী ও ক্রু মিলিয়ে মোট 61 জন যাত্রী ছিল। সকলেই ঘটনা স্থলে মারা যায়। সেদিন দুর্ঘটনার সময় ওই অঞ্চলে এলাকার সবাই কাজে ব্যস্ত ছিল। রাস্তায় প্রচুর লোকের সমাগম ছিল । কিছু লোক দেখতে পান হঠাৎ করে একটি বিমান আকাশ থেকে পাক খেতে খেতে নিচের দিকে আসছে, চোখের নিমেষে সেটি রাস্তার মধ্যে আছড়ে পড়ে। ভয়াবহ আগুন লেগে বিস্তীর্ণ এলাকা কালো ধোঁয়ায় কয়েক মিনিটের মধ্যেই ঢেকে যায়। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় সেনা, দমকল বাহিনী ,ও পুলিশ । তৎপরতার সাথে শুরু হয়ে যায় উদ্ধার কাজ । তবে এই ঘটনায় ঐ এলাকার কয়েকটি বাড়ি ও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এলাকাবাসীর মধ্যে কোন হতাহতের খবর নেই। দুর্ঘটনার পর ওই ভাইবা বিমান সংস্থাটি জানায়, শাও পাওলোর বয়ারুলহোস আন্তর্জাতিক বিমানবন্দরে নামার আগে বিমানটি আছরে পড়ে। আর ওই বিমানে থাকা কোন যাত্রী প্রাণে বেঁচে ফিরতে পারেনি। এই দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত করে দেখা হবে কিভাবে এই দুর্ঘটনা ঘটলো? যান্ত্রিক কোন গোলযোগ ?নাকি অন্য কোন বিষয়? তবে এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুনা দা সিলভা