ব্যস্ত সময়ে নিউটাউনের আকাঙ্ক্ষা মোড় এলাকার অভিজাত আবাসনে ঘটল অগ্নিকাণ্ডের ঘটনা। ঘটনায় বহুতল ওই আবাসনের ১০ তলায় আটকে পড়েন প্রায় ২০ থেকে ২২ জন। জানা যায়, হঠাৎই আগুন দেখতে পান ওই ফ্লোরে থাকা বাসিন্দারা।
ইলেকট্রিকের শর্ট সার্কিট থেকেই আগুন ছড়িয়ে পড়ে বলে অনুমান। খবর পেয়ে দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি আটকে পড়া বাসিন্দাদের উদ্ধারেও হাত লাগায় তারা। ইতিমধ্যেই তাঁদের উদ্ধার করে নীচে নামানো হয়েছে বলে জানা গিয়েছে।বহুতল আবাসনের মধ্যে প্রায় ২০ থেকে ২২ জন ছিলেন, এক মহিলা গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তাঁকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে জানা গিয়েছে। বর্তমানে তাঁর চিকিৎসা চলছে। এই আগুন-আতঙ্কে রীতিমতো এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে আসেন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়। কীভাবে আগুন লাগল, ওই আবাসনের অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল কিনা, সে বিষয়ে পরবর্তীতে খতিয়ে দেখা হবে বলেও আশ্বাস দেন তিনি।