উল্টোডাঙার ইস্টক্যানেল সার্কুলার রোডের প্লাই তৈরির কারখানায় ভোর পাঁচটা নাগাদ আগুন লাগে। কারখানায় শুকনো কাঠ অনেক মজুত থাকে আগুন দ্রুততার সাথে চারিদিকে ছড়িয়ে সেই। স্থানীয়দের অভিযোগ দমকল দেরিতে আসার জন্য আগুন চারিদিকে আরও বেশি পরিমাণে ছড়িয়ে পড়েছিল। যদিও দমকলের চারটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
এছাড়া প্লাই কারখানাতে আগুন লাগার পরে পাশের গেঞ্জির কারখানাতেও আগুন ছড়িয়ে পড়ে। তবে পাশের কারখানার আগুন এখন অনেকটাই নিয়ন্ত্রণে। টিনের ছাওনি সরিয়ে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে দমকল কর্মীরা , ওই কারখানার পাশাপাশি যে সমস্ত বাড়ি রয়েছে নিরাপত্তার স্বার্থে তড়িঘড়ি সেগুলো ফাঁকা করার হয়েছে। তবে এখনো পর্যন্ত এই অগ্নিকাণ্ডে কোন হতাহতের খবর উঠে আসেনি।