ভয়াবহ বাস দুর্ঘটনা মৃত চার আহত বহু
মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়লেন দর্শনার্থীরা। ঘটনাটি ঘটেছে গুজরাতের অম্বাজির কাছে ত্রিশুনলিয়া ঘাট এলাকায়। যাত্রীরা সেই সময়ে গুজরাতের অম্বাজি মন্দির দর্শন করে ফিরছিলেন।দুর্ঘটনার জেরে মৃত্যু হয়েছে অন্তত ৪ চার জনের, আহত হয়েছে প্রায় ৪৫ জন। বাসটি সেই সময়ে অম্বাজি থেকে কাঠলালে যাচ্ছিল বলে জানা গিয়েছে। দুর্ঘটনাগ্রস্ত বাসটিতে ৫০ জনেরও বেশি যাত্রী ছিলেন বলে খবর।
যাত্রীরা অধিকাংশই কাঠলাল এলাকার। প্রত্যেকেই অম্বাজি মন্দির দর্শন করে কাঠলালে ফিরছিলেন। দুর্ঘটনার পরে বাসটি দুমরেমুছড়ে যায়।প্রত্যক্ষদর্শীদের মতে, চালকের ভুলেই বাসটি দুর্ঘটনার কবলে পড়েছে। বাসটি দুর্ঘটনার সময়ে অত্যন্ত দ্রুত গতিতে চলছিল এবং সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, যার ফলে উল্টে যায়।
অম্বাজির এক পুলিশ অফিসার এই ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন, মন্দির দর্শন করে সকালে ফেরার পথে বাসটি উল্টে যায়, বাস চালক ত্রিশুনিয়া ঘাটের কাছে সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তিনি আরও জানান, বাসটিকে ৪০ থেকে ৫০ জন যাত্রী ছিল, যার মধ্যে ৩-৪ জন মারা গিয়েছেন।