ভাইফোঁটার দিনে মেঘমুক্ত আকাশ: দাবোদাহ ও শুষ্ক আবহাওয়ার জেরে বিভিন্ন জেলার পরিস্থিতি
ভাইফোঁটার দিনে মেঘমুক্ত পরিষ্কার আকাশ। উত্তর-পশ্চিম ও পশ্চিমী হাওয়ার প্রভাব বাড়বে। রাজ্যজুড়েই শুরু হয়েছে দাবোদাহ আর শুষ্ক আবহাওয়া। পার্বত্য কয়েকটি জেলা ছাড়া বৃষ্টির কোনো খবর নেই কিন্ত
দক্ষিণবঙ্গে আবারও শুষ্ক আবহাওয়ার ফলে বাতাসে কমবে জলীয় বাষ্পের পরিমাণ এবং বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকবে কোনও কোনও জেলার দু-এক জায়গায়। উত্তরবঙ্গে মূলত শুষ্ক আবহাওয়াই। এই শুষ্ক আবাহাওয়ার ফলে উত্তর-পূর্ব আসাম এবং দক্ষিণ কেরল উপকূলে জুড়ে দুটি ঘূর্ণাবর্ত রয়েছে। ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর-পূর্ব আসাম এবং পশ্চিম আসামে। আর একটি ঘূর্ণাবর্ত রয়েছে গাল্ফ অফ মানারে। তৈরি হচ্ছে একটি পশ্চিমি ঝঞ্ঝাও। তবে কি বৃষ্টি-বাদল থেকে এখনও রেহাই নেই? আবহাওয়া দপ্তর এমনটাই ইঙ্গিত করছেন
+ There are no comments
Add yours