ভাইফোঁটা: ভাই-বোনের পবিত্র সম্পর্কের উৎসব
হিন্দু শাস্ত্রে ভাই-বোনের পবিত্র সম্পর্কের একটি বিশেষ দিনের উৎসব ভাইফোঁটা। এই দিন বোন ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে তার দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা যমের দুয়ারে পড়লো কাঁটা, বোনরা ভাইয়ের মঙ্গল কামনা করে ফোঁটা দেয় ভাইয়ের কপালে।অপরদিকে ভাইরা তাদের বোনকে রক্ষা করার প্রতিশ্রুতি দেয় এই দিন। ভাই বোনের প্রতি ভালবাসা ও সম্মান প্রদর্শনের একটি বিশেষ উৎসব ভাইফোঁটা,
ভাই বোনের প্রতি ভালবাসা ও সম্মান প্রদর্শনের একটি বিশেষ উৎসব এইটি। ‘ভাই দুজ’, ভাই টিকা, যম দ্বিতীয়া নামেও পরিচিত। প্রতিপদে ভাইফোঁটা বিষয়টি অবাক করা হলেও পূর্ববঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে বহু কাল ধরে প্রতিপদ এবং দ্বিতীয়া মিলে অনুষ্ঠিত হয়ে আসছে ভাইফোঁটা।
লোকমুখে এই ছড়ার মানে, প্রতিপদে ভাইকে ফোঁটা দেবে বোন। পর দিন দুপুরে ভাইবোনের এই উৎসব উপলক্ষে হবে খাওয়া দাওয়া আর আনন্দ।
+ There are no comments
Add yours