ভারত-বাংলাদেশ সম্পর্কের টানাপোড়েনের মধ্যে সুখবর, হামজা চৌধুরির ফিফা ছাড়পত্র
ভারত ও বাংলাদেশের মধ্যে চলমান রাজনৈতিক উত্তেজনার মধ্যে, আগামী মার্চে ভারতের মাটিতে এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে মুখোমুখি হবে দুই প্রতিবেশী দেশ। এরই মধ্যে বাংলাদেশে এসেছে একটি সুখবর। জানা গেছে, বাংলাদেশের হয়ে খেলার জন্য হামজা চৌধুরিকে ফিফা ছাড়পত্র দিয়েছে। হামজা, যিনি মায়ের দিক থেকে বাংলাদেশি বংশোদ্ভূত, এবার বাংলাদেশের জাতীয় ফুটবল দলের জার্সিতে খেলতে প্রস্তুত। বাংলাদেশ ফুটবল সংস্থার সচিব ইমরান হোসেন তুষার জানান, “আমরা দীর্ঘদিন ধরেই হামজার ছাড়পত্রের জন্য চেষ্টা করছিলাম। ওর মা বাংলাদেশি, সেই সূত্রেই আমরা ওকে খেলাতে চেয়েছিলাম। অবশেষে আমরা ছাড়পত্র পেয়েছি।” এর মাধ্যমে, ২৫ মার্চ ভারতের বিপক্ষে খেলতে গিয়ে হামজার জাতীয় দলের হয়ে অভিষেক হবে।হামজা বর্তমানে ইংল্যান্ডের প্রিমিয়ার লিগের দল লেস্টার সিটির হয়ে নিয়মিত খেলে থাকেন। তিনি লেস্টারের অ্যাকাডেমি থেকে উঠে এসেছেন এবং ক্লাবের হয়ে এফএ কাপ ও কমিউনিটি শিল্ড জিতেছেন। এবার, দেশের হয়ে খেলতে মুখিয়ে আছেন তিনি।
+ There are no comments
Add yours