ভোট প্রচারে যোগ দিয়ে সাংসদ ইউসুফ পাঠান ঝড় তুললেন মাদারী হাটে
আগামী ১৩ ই নভেম্বর আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। শেষ লগ্নে প্রচারে ঝড় তুলল তৃণমূল কংগ্রেস। রবিবাসরীয় প্রচারে মাদারিহাট বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী জয় প্রকাশ টোপ্পর সমর্থনে প্রচার করলেন ভারতীয় ক্রিকেট দলের এক সময়ের সদস্য তথা বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান। এদিন প্রথমে বিন্যাগুড়ি এলাকায় পথসভায় বক্তব্য রাখেন তিনি।
এরপর সেখান থেকে চলে আসেন গয়েরকাঁটায়। সেখানে ধুপগুড়ির বিধায়ক নির্মল চন্দ্র রায় উত্তরীয় দিয়ে সাংসদকে বরণ করে নেন। এরপর গয়েরকাঁটায় কর্মী সমর্থকদের নিয়ে পদযাত্রা করেন তিনি। এরপর বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন মাদারিহাট বিধানসভা ক্ষেত্রের মানুষ খুব ভালো। এই এলাকায় জয়প্রকাশ টপ্পো ভালো কাজ করছেন। মানুষের মধ্যে থেকে কাজ করেন সবসময়। সে কারণেই এই এলাকার মানুষ এই নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে জয়ী করবে এটা আমার দৃঢ় বিশ্বাস। এদিকে এদিন ইউসুফ পাঠান কে দেখতে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের পাশাপাশি ক্রিকেটপ্রেমীদের মধ্যেও উপচে পড়েছে ভিড়। রবিবার ইউসুফ পাঠান ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী বুলুচিক বড়াইক। শিলিগুড়ির মেয়র গৌতম দেব তৃণমূল কংগ্রেসের মাইনরিটি সেলের রাজ্য সভাপতি তথা ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন। জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মহুয়া গোপ।জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান খগেশ্বর রায়। জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন সহ অনেকে।
+ There are no comments
Add yours