৯ অগাস্ট থেকে ২৪ অগাস্ট। দিনের পরে দিন। অভিযোগের পর অভিযোগ। কিন্তু ধৃত সেই ১। সঞ্জয় রায়। যাকে ধরেছিল কলকাতা পুলিশ। এখনও পর্যন্ত আর একজনকেও গ্রেফতার করা যায়নি। পুলিশের হাত থেকে তদন্ত গিয়েছে সিবিআইয়ের হাতে। কিন্তু রহস্যের কিনারা হয়নি। এরই মধ্যে আর জি কর হাসপাতালের সিসি ক্য়ামেরায় ধরা পড়ল, ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের একটি ছবি। আগও সঞ্জয়কে সিসি ক্যামেরায় দেখা গিয়েছিন। অভিশপ্ত সেই দিনে নাকি ৩ বার আরজিকর-এ ঢুকেছিল সঞ্জয়। এবার সঞ্জয় সম্পর্কেই আরও ক্লু-পেল তদন্তকারী সংস্থা।
সিসি ক্যামেরায় দেখা গিয়েছে, ঘটনার দিন ভোর ৪টে নাগাদ চেস্ট মেডিসিন বিভাগের করিডর দিয়ে হেঁটে যাচ্ছে অভিযুক্ত। যদিও এই ছবির সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। আর জি কর মেডিক্যালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড়ের মধ্যেই এবার সোশাল মিডিয়ায় ভাইরাল হল ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের এই ছবি।
এদিকে, আর জি কর-কাণ্ডের তদন্তে সন্দীপ ঘোষ, ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায় সহ ৭ জনের পলিগ্রাফ পরীক্ষার অনুমতি পেল CBI. এই তালিকায় রয়েছেন, আরও এক সিভিক ভলান্টিয়ার, যিনি সঞ্জয়ের ঘনিষ্ঠ বলে পরিচিত।
এই ছবিটি ঘটনার দিন অর্থাৎ ৯ অগাস্টের। ভোর ৪.০৩। আর জি কর মেডিক্য়াল কলেজের চারতলার করিডর দিয়ে হেঁটে যাচ্ছে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয়। চেস্ট ওয়ার্ডের যে করিডরে তাকে দেখা গিয়েছে, সেখান দিয়েই সেমিনার রুমে যাওয়া যায়। যেখান থেকে উদ্ধার হয়েছে তরুণী চিকিৎসকের দেহ।
ছবিতে দেখা যাচ্ছে, সঞ্জয়ের গলায় হেডফোন। হাতে হেলমেট। তাহলে কি এই ছবি ওই নৃশংস ঘটনা ঘটানোর আগেই ? হাসপাতালের সিসি ক্যামেরায় এই ছবি ধরা পড়েছে বলে দাবি করা হয়েছে সোশাল মিডিয়ায়। এই ছবি কি তদন্তে নতুন কোনও ইঙ্গিত দেবে ?
চিকিৎসকের ধর্ষণ-খুন মামলায় কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু যে দ্বিতীয় সিভিক ভলান্টিয়ারের পলিগ্রাফ টেস্ট করাতে চাইছে CBI, তিনি কে? কেন তাঁর পলিগ্রাফ টেস্ট করাচ্ছে কেন্দ্রীয় এজেন্সি? এই সিভিক ভলান্টিয়ারের নাম সৌরভ ভট্টাচার্য। তিনি ধৃত সঞ্জয় রায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত। ৯ অগাস্ট, অর্থাৎ, যে দিন ভোরে তরুণী চিকিৎসকের মৃতদেহ উদ্ধার হয়, তার আগের দিন, ৮ তারিখ, সঞ্জয়ের সঙ্গে আর জি কর হাসপাতাল চত্বরে দেখা যায় সৌরভকে।
সূত্রের খবর, সিসিটিভিতে সেই ছবি ধরা পড়েছে। CBI সূত্রে খবর, সৌরভের এক আত্মীয় আর জি কর হাসপাতালে ভর্তি ছিলেন।
তাঁর অস্ত্রোপচার হওয়ার কথা ছিল। তাঁকে দেখতেই সন্ধে ৬টা নাগাদ হাসপাতালে আসেন সৌরভ। সঙ্গে ছিল সঞ্জয়। CBI সূত্রে খবর, অস্ত্রোপচার হতে দেরি হওয়ায়, সঞ্জয়কে সঙ্গে নিয়ে বেরিয়ে যান সিভিক ভলান্টিয়ার সৌরভ। ২ জনে একসঙ্গে মদ্য়পান করেন।
যদিও, ৮ তারিখ রাত ১১টা এবং ৯ তারিখ, ঘটনার দিন ভোর ৪টেয়, সঞ্জয়ের সঙ্গে দেখা যায়নি সৌরভকে। পুলিশ সূত্রে খবর, সিসিটিভিতে সেই সময় একাই হাসপাতালে ঢুকতে দেখা যায় ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে। এবার এই দুজন সিভিক ভলান্টিয়ারেরই পলিগ্রাফ টেস্ট হবে।