মঙ্গলে নবান্ন অভিযানে কী অমঙ্গলের ছায়া ? সতর্ক প্রশাসন। সাথে থাকছে 6 হাজার পুলিশ

#SecurityMeasures#PoliceVigilance#HowrahKolkata#NabannaSecurity#BarricadedStreets#ProtestPrevention#TightSecurity#RoadBlockade#PoliceAction#protestcontrol#kolkatanews#WestBengalNews#rgkarmedicalcollege#justiceforRGKar#RGKarProtest#RGKarDoctorsDeath#Wewantjustice#NabannaAbhijan#asianews

নবান্ন অভিযানে আজ সবরকম ভাবে প্রস্তুত কলকাতা পুলিশ। সোমবারই নবান্ন অভিযানের আগে হুগলির বৈদ্যবাটিতে আগ্নেয়াস্ত্র কার্তুজ-সহ গ্রেফতার হয় পাঁচজন। যেহেতু কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে মিছিল আসার সম্ভবনা রয়েছে। আজ রাস্তায় মোতায়েন থাকবে ৬ হাজার বাহিনী।১৯টি পয়েন্ট থাকছে ব্যারিকেড। পরিস্থিতি বুঝে বন্ধ হয়ে পারে দ্বিতীয় হুগলি সেতু। সকাল ৮টা থেকেই রাস্তায় মতোয়ান থাকছে পুলিশ। থাকবেন ২৬ জন ডিসি। প্রস্তুত থাকছে জলকামান, টিয়ারগ্যাস। ইতি মধ্যেই রাস্তায় ছোট ছোট করে জমায়েত হওয়া হয়েছে।

দুই দিকে ব্যারিকেড থাকবে। হাওড়া মঙ্গলহাট বন্ধ রাখারও নির্দেশ দিয়েছে হাওড়া পুলিশ কমিশনাররেট। পাইকারি বা খুচরো সব ধরণের কেনাবেচা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একাধিক রাস্তায় রাত ১০টা পর্যন্ত পণ্যবাহী গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

Asia News https://asianewslive.in

Asia News is a digital news platform that brings Asia to the global online audience.

You May Also Like

More From Author