মথুরাপুরে টাটা সুমোর ধাক্কায় মর্মান্তিক মৃত্যু মা-ছেলের, আশঙ্কাজনক আরও এক
দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর থানার রামবাটি গোপালনগর এলাকায় একটি টাটা সুমো গাড়ির ধাক্কায় মা এবং ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃতরা হলেন ২৪ বছর বয়সী মা মরজিনা হালদার এবং তার ৫/৬ বছর বয়সী ছেলে মোহিত হালদার। একই ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় আহত হয়েছেন আরও এক শিশু, আরিয়ান মোল্লা, যাকে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে শীতের রোদ পোহাতে মরজিনা তার ছেলেকে নিয়ে রাস্তার পাশে বসেছিলেন। এই সময় একটি টাটা সুমো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের দিকে চলে আসে এবং মা-ছেলেকে পিষে দেয়। গাড়ির ধাক্কায় কান ফাটানো শব্দ শোনা যায়, যা শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তবে ততক্ষণে সব শেষ হয়ে গিয়েছিল। স্থানীয়রা আহত মা ও শিশুটিকে উদ্ধার করে মথুরাপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাদের মৃত বলে ঘোষণা করা হয়। আহত শিশুটিকে চিকিৎসার জন্য ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।ঘাতক গাড়িটি এবং চালককে পুলিশ আটক করেছে, এবং কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা নিয়ে তদন্ত শুরু করেছে মথুরাপুর থানার পুলিশ।
+ There are no comments
Add yours