মধ্যপ্রদেশে বৃদ্ধা কে মারধরের অভিযোগ জি আর পির বিরুদ্ধে
#RailwayPoliceBrutality#DalitRights#MadhyaPradeshIncident#PoliceMisconduct#JusticeForVictims#CongressVsBJP#ViralVideo#HumanRightsViolation#SuspendPolice#KhatniIncident#DalitAtrocities#GRPControversy
আরেক গাফিলতির খবর রেলের থানার ভিতরে দলিত বৃদ্ধা ও তাঁর নাতিকে মারধরের অভিযোগ। সম্প্রতি মধ্যপ্রদেশের কাটনি জেলার এই নৃশংস ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে। এবিষয় রাজ্যের বিজেপি সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছে বিরোধী কংগ্রেস। যার জেরে রীতিমতো অস্বস্তিতে পড়েছে পদ্ম শিবির। এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে বৃহস্পতিবার স্টেশন ইন-চার্জ সহ ছয় জিআরপি আধিকারিককে সাসপেন্ড করেছে মধ্যপ্রদেশ সরকার। এক্স হ্যান্ডলে দেওয়া পোস্টে মুখ্যমন্ত্রী মোহন যাদব লেখেন, ‘কাটনি জিআরপি থানায় মারধরের একটি পুরনো ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। রেলের ডিআইজিকে ঘটনাস্থলে গিয়ে তদন্ত করতে বলেছি। প্রাথমিক তদন্তের ভিত্তিতে থানার তৎকালীন ইনচার্জ, একজন হেড কনস্টেবল এবং চার কনস্টেবলকে সাসপেন্ড করার নির্দেশ দেওয়া হয়েছে।’
জিআরপির অবশ্য দাবি, ঘটনাটি গত অক্টোবরের। সিমলা প্রসাদের সাফাই, ‘দীপক নামে এক ব্যক্তির বিরুদ্ধে ১৯টি মামলা রয়েছে। ওই ব্যক্তি এখনও পলাতক। শুধুমাত্র জিজ্ঞাসাবাদের জন্য দীপকের পরিবারের সদস্যদের অক্টোবরে ডেকে পাঠানো হয়েছিল। ওই বৃদ্ধা এবং নাবালকের বিরুদ্ধেও কাটনিতে অভিযোগ দায়ের করা হয়েছিল। ভাইরাল ভিডিওতে থাকা প্রত্যেক পুলিসকর্মীকে ইতিমধ্যে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।’
সূত্রের খবর, ঘটনার তদন্ত করতে বৃহস্পতিবার কাটনিতে যান রেলের ডেপুটি ইনসপেক্টর জেনারলে মনিকা শুক্লা। জানা গিয়েছে, শীঘ্রই নির্যতিতদের সঙ্গে দেখা করবেন মধ্যপ্রদেশ কংগ্রেসের সভাপতি জিতু পাটওয়ারি এবং প্রাক্তন মন্ত্রী মুকেশ নায়ক।
কংগ্রেসের প্রকাশ করা ভিডিওয় দেখা যাচ্ছে, ঘরের মধ্যে ওই বৃদ্ধা ও তাঁর নাতিকে মারধর করছেন তৎকালীন স্টেশন ইন-চার্জ। পরে আরও কয়েকজনকে প্রবেশ করতে দেখা যায়। স্টেশন ইন-চার্জের সঙ্গে তাঁরাও ওই দু’জনকে মারধর করেন।
এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে এক্স হ্যান্ডলে কংগ্রেসের তোপ, ‘মুখ্যমন্ত্রী মোহন যাদবজি, আপনি দয়া করে বলবেন মধ্যপ্রদেশে কী হচ্ছে? আইনরক্ষার অছিলায় মানুষের জীবন নেওয়ার সঙ্গে সঙ্গে গুন্ডাগিরি চালাচ্ছে পুলিস। কাটনি জিআরপি থানার এই ঘটনা অত্যন্ত লজ্জাজনক। ওরা এতো সাহস পায় কোথা থেকে? আপনি অনুমতি দিয়েছেন? নাকি এটা স্রেফ গাফিলতি?’