মমতা কুলকার্নির আবেগপ্রবণ প্রত্যাবর্তন: দীর্ঘ ২৫ বছর পর ভারতে ফেরার পর গুজব 

একসময় ডাকসাইটে নায়িকা ছিলেন মমতা কুলকার্নি। কিন্তু হঠাৎই অপরাধ জগতের সঙ্গে নাম জড়িয়ে যায় তাঁর। দীর্ঘ ২৫ বছর দেশের বাইরে থাকার পর অবশেষে ভারতে ফিরলেন ৯০-এর দশকের জনপ্রিয় অভিনেত্রী মমতা কুলকার্নি। দেশে ফিরে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি এবং তাঁর বিরুদ্ধে ছড়ানো গুজবের সত্যতা নিয়ে মুখ খোলেন মমতা। 

“করণ-অর্জুন”, “বাজি”, “চায়না গেট” ছবিতে অভিনয় করেছেন মমতা। শুরুতেই সাহসী নায়িকার তকমা পেয়েছিলেন। তবে ২০০০ কোটি টাকার আন্তর্জাতিক মাদকচক্রে তাঁর নাম আসার পর হঠাৎই সব ছেড়ে চলে যান। মাদক ব্যবসায়ী ভিকি গোস্বামীর সঙ্গে সম্পর্ক ঘিরে ছিল বিস্তর চর্চা। 

দেশে ফিরে মমতা জানান, ভিকির সঙ্গে সম্পর্ক ছিল বটে তবে কখনও বিয়ে হয়নি, এখনও তিনি সিঙ্গল। তিনি নিজে কখনও মাদকচক্রের সঙ্গে জড়িত ছিলেন না বলে দাবি করেন মমতা। মমতা জানান, ভিকির সঙ্গে তাঁর সম্পর্ক চার বছর আগেই শেষ হয়ে গেছে। তিনি একজন ভালো মানুষ এবং মাদককারবারী নন। 

মমতা বলেন, “ভিকির সঙ্গে প্রথম সাক্ষাত ২০১২ সালে দুবাইয়ে। ২০১৫ সালে কেনিয়ায় দেখা করতে গিয়ে তাঁর আরও কারও সঙ্গে সাক্ষাৎ ছিল। মাদক মামলায় তাঁর নাম জড়ানো হলেও, আমি কোথাও যুক্ত ছিলাম না। আদালত আমাকে মুক্তি দিয়েছে, এটা বড় স্বস্তির বিষয়।”

মুম্বাই হাইকোর্টে বেকসুর খালাস হওয়ার পর ভারতে ফিরেছেন মমতা। দেশে ফিরে সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। এখন প্রশ্ন, ফের কি বড়পর্দায় দেখা যাবে মমতাকে? তাঁর অনুরাগীরা এখন অপেক্ষায় আছেন সেই উত্তরটির। যদিও এখনো অভিনয়ে ফিরতে কোনও ইঙ্গিত দেননি তিনি, তবে সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় মমতা।

Asia News https://asianewslive.in

Asia News is a digital news platform that brings Asia to the global online audience.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours