মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু, দুই যুবক নিহত

বুধবার রাতের একটি মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই যুবক। উত্তর দিনাজপুর জেলার *ইসলামপুর থানার পাটাগোড়া* এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত যুবকদের নাম *মহম্মদ মিরাজ* এবং *উমর আলি। দুইজনেরই বাড়ি ইসলামপুর থানার **রাজু বস্তি* এলাকায়।

পুলিশ সূত্রে জানা যায়, নিহতরা বাইক নিয়ে *ইসলামপুর* থেকে *পাটাগোড়া* যাচ্ছিলেন। সেই সময় তারা বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। দুর্ঘটনার খবর পেয়ে *ইসলামপুর থানার পাটাগোড়া ফাঁড়ির পুলিশ* ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। পরে মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য *ইসলামপুর মহকুমা হাসপাতালে* পাঠানো হয়।

পুলিশ এখন এই দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখছে এবং তদন্ত শুরু করেছে। এখনও পর্যন্ত, দুর্ঘটনার পিছনে অন্য কোনও কারণ আছে কিনা, তা পরিষ্কার হয়নি

Asia News https://asianewslive.in

Asia News is a digital news platform that brings Asia to the global online audience.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours