মহারাষ্ট্রে সব আসনে মনোনয়ন জমা শেষ, জানিয়ে দিল কংগ্রেস

মহারাষ্ট্রে প্রধান বিরোধী জোট ‘মহাবিকাশ আবঘাড়ী’তে (এমভিএ) কোনও ফাটল নেই! জোটের মধ্যে ভুল বোঝাবুঝি, মতানৈক্যের কথা স্বীকার করে জানাল কংগ্রেস। শুধু তা-ই নয়, তারা আরও জানাল, মহারাষ্ট্রের ২৮৮ আসনেই এমভিএ-র মনোনয়ন জমা দেওয়ার পর্ব শেষ হয়েছে। বিধানসভায় আসন বণ্টন নিয়ে মহারাষ্ট্রের বিরোধী জোটে টানাপড়েন চলছিল। আসন চূড়ান্ত করতে হস্তক্ষেপ করতে হয় কংগ্রেস সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গেকে। তবে তাতেও জট কাটেনি। অন্তিম প্রহরে ‘ইন্ডিয়া’র তিন শরিক— কংগ্রেস, উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা (ইউবিটি) এবং শরদ পওয়ারের এনসিপি (এসপি)-র মধ্যে চূড়ান্ত হয় আসনরফা। তার পরই বুধবার কংগ্রেস নেতা তথা এআইসিসির পর্যবেক্ষক রমেশ চেন্নিথলা জানান, তাঁরা ঐক্যবদ্ধ ভাবে আসন্ন বিধানসভা নির্বাচনে লড়াই করতে প্রস্তুত।

মঙ্গলবারই ছিল মনোনয়ন জমা দেওযার শেষ দিন। তবেঅন্তিমপর্বে এসে দেখা যায়, ১১ আসন নিয়ে মতোবিরোধ রয়েছে ‘ইন্ডিয়া’র তিন শরিকের মধ্যে। সেই নিয়ে রমেশ জানান, জোটের মধ্যে ‘ভুল বোঝাবুঝি’ হয়েছিল। কিন্তু জোট অটুট। তিনি বলেন, ‘‘আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি থাকলেও জোটে সকলের সঙ্গে সমান আচরণ করি।’’ তার পরই শাসক জোটকে নিশানা করেন রমেশ। তাঁর কথায়, ‘‘ওরা একে অপরের কোটা থেকে লড়াই করছে। বিজেপি নেতারাই শিবসেনা (একনাথ শিন্ডে শিবির) এবং এনসিপি (অজিত পওয়ার গোষ্ঠী) প্রতীকে লড়ছেন। শিন্ডে এবং অজিতের ক্ষমতা শেষ হয়ে গিয়েছে।’’ একই সঙ্গে এ-ও জানানো হয়েছে, আগামী ৬ নভেম্বর ‘মহাবিকাশ আঘাড়ী’র হয়ে মুম্বইয়ে প্রচারে যাচ্ছেন রাহুল।

Asia News https://asianewslive.in

Asia News is a digital news platform that brings Asia to the global online audience.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours