মহিলাদের টি২০ বিশ্বকাপে শেষ চারে যাবে ভারত? কেন ফোকাসে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড দ্বৈরথ?
মহিলাদের টি২০ বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে কাল শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলবে ভারত। তার আগে, ভারতের শেষ চারে ওঠার সমীকরণ স্পষ্ট হয়ে যাবে অনেকটাই।
নিউজিল্যান্ডের কাছে প্রথম ম্যাচে বড় ব্যবধানে হেরেই চাপে পড়ে গিয়েছে ভারত। পাকিস্তানকে হারালেও এখনও স্বস্তি আসেনি। এই পরিস্থিতিতে আজকের অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড ম্যাচ হয়ে দাঁড়াল অত্যন্ত গুরুত্বপূর্ণ।
নিউজিল্যান্ডের কাছে প্রথম ম্যাচে বড় ব্যবধানে হেরেই চাপে পড়ে গিয়েছে ভারত। পাকিস্তানকে হারালেও এখনও স্বস্তি আসেনি। এই পরিস্থিতিতে আজকের অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড ম্যাচ হয়ে দাঁড়াল অত্যন্ত গুরুত্বপূর্ণ।
চলতি বিশ্বকাপে গ্রুপ এ-তে রয়েছে ভারত, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, পাকিস্তান ও শ্রীলঙ্কা। নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া দুই দলই একটি করে ম্যাচ খেলে ২ পয়েন্ট করে পেয়েছে। তবে নিউজিল্যান্ড পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে নেট রান রেটের কারণে। কিউয়িদের নেট রান রেট ২.৯০০, অস্ট্রেলিয়ার ১.৯০৮।
ভারত ও পাকিস্তান একটি করে ম্যাচ খেলেছে, জিতেছে একটিতে, হেরেছে একটিতে। পাকিস্তান (০.৫৫৫) পয়েন্ট তালিকায় ভারতের (-১.২১৭) চেয়ে এগিয়ে রয়েছে সেই নেট রান রেটের কারণে। শ্রীলঙ্কা ২টি ম্যাচের দুটিতেই হেরেছে। ফলে ভারতের সবচেয়ে বড় মাথাব্যথার কারণ নেট রান রেট মাইনাসে থাকা।
ভারতকে পরের দুটি ম্যাচেই কার্যত ডু-অর-ডাই পরিস্থিতিতে থাকতে হবে সেমিফাইনালে ওঠার আশা জিইয়ে রাখতে গেলে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ হতে পারে কোয়ার্টার ফাইনালের মতো। সবচেয়ে বেশিবার তথা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারানো মোটেই সহজ হবে না হরমনপ্রীত কৌরদের পক্ষে।
নিউজিল্যান্ড যদি অস্ট্রেলিয়া-সহ সব প্রতিপক্ষকেই হারিয়ে দেয় তাহলে চার ম্যাচের চারটিতে জিতে সেমিফাইনালে চলে যাবে। সেক্ষেত্রে অস্ট্রেলিয়াকে হারালে ভারতেরও শেষ চারে যাওয়ার বড় সম্ভাবনা। কারণ, ভারত সব ম্যাচ জিতলে ৩টি জয়ের সৌজন্যে ৬ পয়েন্টে পৌঁছবে। নিউজিল্যান্ড ও ভারতের কাছে হারলে অস্ট্রেলিয়া যদি শেষ ম্যাচে জেতেও তাহলে ২ম্যাচে ৪ পয়েন্টের বেশি যেতে পারবে না।