মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে, টুর্নামেন্টের সবচেয়ে সফল দল কোনটি জানেন?

মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ কিছুদিন পরেই শুরু হবে।আর মাত্র ৬ দিন। এরপরই শুরু হতে চলেছে এবারের মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। ১৭ দিন ব্যাপী হবে এই টুর্নামেন্ট। এবার সংযুক্ত আরব আমিরশাহিতে বসতে চলেছে টুর্নামেন্টের আসর।মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর প্রথমবার হয়েছিল ২০০৯ সালে। সেই থেকে এখনও পর্যন্ত মোট আটবার এই টুর্নামেন্ট হয়েছে। নবম আসরে এবার মোট ১০টি দল অংশ নিতে চলেছে টুর্নামেন্টে।২০০৯ সালে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড শিবির। ফাইনালে তারা নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে দিয়েছিল।ওয়েস্ট ইন্ডিজে আয়োজিত হওয়া ২০১০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে নেয় অস্ট্রেলিয়া মগিলা ক্রিকেট দল। মাত্র ৩ রানে তারা হারিয়ে দেয় কিউয়িদের ফাইনালে।২০১২ সালে অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট দল দ্বিতীয়বারের জন্য খেতাব জেতে। শ্রীলঙ্কায় আয়োজিত সেবারের আসরে ফাইনালে ইংল্যান্ডকে ৪ রানে হারিয়ে দেয় অজিরা।২০১৪ সালে বাংলাদেশে আয়োজিত মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপেও জয় ছিনিয়ে নেয় অজিরা। ফাইনালে ইংল্যান্ডকে সেবার ৬ উইকেটে হারিয়ে দেন মেগ ল্যানিংরা।২০১৮ সালে চতুর্থবারের মত এই খেতাব জেতে অস্ট্রেলিয়া। এবার ইংল্যান্ডকে ৮ উইকেটে হারায় তারা। টুর্নামেন্ট আয়োজিত হয়েছিল ওয়েস্ট ইন্ডিজে।২০২০ সালে ভারতকে ফাইনালে ৮৫ রানে হারিয়ে পঞ্চমবারের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘরে তোলে অজি মহিলা ক্রিকেট দল।গত বছর অ্যালিসা হিলির নেতৃত্বে ষষ্ঠবারের জন্য খেতাব জেতে অজিরা। দক্ষিণ আফ্রিকাকে তাদেরই ঘরের মাঠে ১৯ রানে ফাইনালে হারিয়ে দেয় ব্যাগি গ্রিনরা।

Asia News https://asianewslive.in

Asia News is a digital news platform that brings Asia to the global online audience.

You May Also Like

More From Author