মাঝরাতে পথ দুর্ঘটনায় রক্তাক্ত আহত যুবককে নিয়ে হাসপাতালে ছুটলো এক সিভিক ভলেন্টিয়ার।

#HeroicVolunteer

#LifeSaver

#HumanityInAction

#CivicDuty

#BraveAct

#RoadAccidentRescue

#EmergencyResponse

#SelflessService

#LocalHero

#CompassionInAction#asianews

পথ দুর্ঘটনায় এক যুবককে রক্তাত্ত্ব অবস্থায় দেখে এক সিভিক ভলেন্টিয়ার তাকে নিয়ে গেলো হাসপাতালে। সেই সিভিক ভলেন্টিয়ার এর তৎপরতার জন্য ঐ যুবক প্রাণে বাঁচলো। সেদিন ঐ সিভিক ভলেন্টিয়ার এর মানবিকতার মুখ প্রদর্শন করল এলাকাবাসী।

জানা গিয়েছে শুক্রবার রাত্রি ১১ঃ০০ টার সময় কলকাতা বিশ্ববিদ্যালয় এর পিছনের গেট সংলগ্ন এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে বাইক আরোহী ফারহান আলম ও তার সাথে আরো এক সঙ্গী।

দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার আলি নওয়াজ।

সেখানে গিয়ে দেখেন ফারহান এর মাথা ফেটে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন। গাড়ি আসতে দেরি হচ্ছে, দেখে তড়িঘড়ি ৫০০ মিটার রাস্তা একাই ওই রক্তাক্ত যুবককে কাঁধে তুলে কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন সিভিক ভলেন্টিয়ার আলী নোয়াজ। আর তাতেই তার প্রাণ রক্ষা হয় বাইক আরোহীর। সিভিক ভলেন্টিয়ারের মানবিকতার মুখ দেখে ডাক্তাররা তাকে কুর্নিশ জানিয়েছে।

একদিকে যখন আরজি কর কাণ্ডে সিভিক ভলেন্টিয়ার জড়িত আর সেখানে এক সিভিক ভলেন্টিয়ার হয়ে এক যুবকের প্রাণ উদ্ধার করল এই মানবিকতার মুখ দেখে ডাক্তার থেকে শুরু করে শহরবাসি সকলেই হতবাক।

Asia News https://asianewslive.in

Asia News is a digital news platform that brings Asia to the global online audience.

You May Also Like

More From Author