মাথাভাঙ্গা নদীতে বিপদজনকভাবে ধস। ধসের জেরে বিঘার পর বিঘা জমি নদী গর্ভে।
মাথা ভাঙা নদীতে অব্যাহত ধস।
ধসের জেরে তলিয়ে যাচ্ছে বিঘার পর বিঘা জমি। এই ভাঙ্গন চিন্তার মধ্যে ফেলে দিয়েছে স্থানীয় দের বাসস্থান নিয়ে। আতঙ্কে ঘুম উড়ে গিয়েছে
পাড়ের কৃষি জমি ভাঙতে ভাঙতে নদী এখন সম্পূর্ন গ্রামের দিকে চলে এসেছে। বিঘার পর বিঘা জমি গিলে নিয়েছে। এভাবে চলতে থাকলে তিনপুরুষের ভিটে মাটি হারাতে হবে আমাদের বলে দাবি স্থানীয়দের। জলঢাকার গতিপথ বদলের ফলে এমন বিপত্তি।
৪ কিলোমিটার জুড়ে এমন ভাঙ্গন দেখাদিয়েছে। স্থানীয় বাসিন্দা জানিয়েছেন শ্রাবণ মাস থেকে এই ভাঙ্গন চলছে। এইভাবে ভাঙ্গন ধরতে থাকলে তাদের ভিটেমাটি ঘরবাড়ি সমস্ত কিছু নদীর গ্রাসে চলে যাবে। বর্তমানে গ্রামবাসীদের দাবি দ্রুত পাথরের বাঁধ তৈরীর উদ্যোগ নিক প্রশাসন। বিডিও অফিস সূত্রে জানা গিয়েছে তারা সেচ দপ্তরকে খবর দিয়েছে সেচ দপ্তর এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেবে।
+ There are no comments
Add yours