তীব্র গরমে প্রায় এক বছর ধরে জলের সমস্যায় ভুগছেন মালদার গণিপুর এলাকার মানুষজন। অভিযোগ, আর্সেনিকমুক্ত পানীয় জলের জন্য লম্বা লাইনেই প্রায় অর্ধেক দিন কেটে যায় বাসিন্দাদের। কখনো আগের দিন রাত থেকে দিতে হয় লাইন। তবে গিয়ে মেলে পানীয় জল। মাথার ওপরে চরাও রোদ,তার উপর মিলছে না পানীয় জল।
সকাল থেকেই পানীয় জলের জন্য আবার কেউ ভোর থেকেই বা আগের রাত থেকে কলসি বালতি রেখে লাইন দিয়ে রাখেন কলের সামনে। কিন্তু জলের দেখা নেই। এলাকার মানুষের অভিযোগ, আর কত দিন এমন সমস্যায় ভুগবেন তারা?
প্রশাসনকে জানানো হয়েছে, কিন্তু কোনো লাভ হয় নি। সমস্যার কোনো সুরাহা পাওয়া যায়নি বলে অভিযোগ গ্রামবাসীদের। এখন এমন অবস্থায় তারা আশার দৃষ্টিতে তাকিয়ে আছে সরকারের দিকে।
গ্রমের এই সমস্যা গ্রামবাসীরা স্বীকার করে নিলেও, রীতিমত ভুগছেন তারা। তবে পঞ্চায়েত সমিতির সদস্য সঞ্জয় কুমার দাস গ্রামের এই সমস্যার কথা কার্যত স্বীকার করে নিয়েছেন। স্থানীয় পি এইচ ই দপ্তরের পক্ষ থেকে জল সরবরাহ করা হলেও এখন তা অনিয়মিত। তবে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি।
Asia News
https://asianewslive.in
Asia News is a digital news platform that brings Asia to the global online audience.
You May Also Like
শেখ হাসিনাকে প্রত্যর্পণ নিয়ে ভারত-বিরোধী মন্তব্য মাহফুজ আলমের
December 30, 2024
বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেপ্তার, বাগদা এলাকায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন
December 30, 2024
More From Author
শেখ হাসিনাকে প্রত্যর্পণ নিয়ে ভারত-বিরোধী মন্তব্য মাহফুজ আলমের
December 30, 2024
বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেপ্তার, বাগদা এলাকায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন
December 30, 2024