মুখ্য সচিবের সঙ্গে বৈঠকে কি কি দাবি জানালেন সিনিয়র চিকিৎসকরা
চিকিৎসকরা মুখ্য সচিবের কাছে আবেদন করেছেন জুনিয়র চিকিৎসকদের ১০ দফা দাবির প্রেক্ষিতে রাজ্য সরকারের কী অবস্থান সেটা তাঁরা বিবৃতি দিয়ে জানান।
সোমবার ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ)-সহ চিকিৎসক সংগঠনগুলির প্রতিনিধিদের সঙ্গে মুখ্যসচিবের বৈঠক হল স্বাস্থ্য ভবনে। বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী। তবে ছিলেন না স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগম। কি হলো বৈঠকে? চিকিৎসকরা বৈঠকে কি কি দাবি রাখলেন?
বৈঠকে এদিন একাধিক দাবি রাখলেন চিকিৎসকরা।
মুখ্য সচিবকে অনশন মঞ্চ যাওয়ার আবেদন জানালেন চিকিৎসকরা। ‘উই ওয়ান্ট জাস্টিস’ বলাতে কেন গ্রেফতার করা হল? সোমবার চিকিৎসকদের সংগঠন সরব হল মুখ্য সচিব,স্বরাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকে।দক্ষিণ কলকাতার একটি পুজোমণ্ডপে ‘বিচার চাই’ স্লোগান দিয়ে গ্রেফতার হয়েছিলেন 9 আন্দোলনকারী। পরে হাই কোর্টে তাঁদের জামিন হয়। এই 9 আন্দোলনকারীর গ্রেফতারির প্রসঙ্গ বৈঠকে উঠেছে বলে একটি সূত্রের খবর।
চিকিৎসকদের দাবি, তাঁরা চান সমস্যা মিটে যাক আজই। তাঁরা মুখ্য সচিবের কাছে আবেদন করেছেন। বিভিন্ন কলেজ থেকে একাধিক যে অভিযোগ এসেছে থ্রেট কালচার নিয়ে,এই থ্রেট কালচার কার মদতে হচ্ছে সে প্রসঙ্গ ও তুলে। চিকিৎসকদের সংগঠন। তবে রাজ্য সরকার জানিয়েছে যে জুনিয়র চিকিৎসকদের চেয়ে দশ দফা দাবি ছিল তার মধ্যে সাত দফা দাবি পূরণ করতে পেরেছে আর তিন দফা দাবি পূরণ করতে সময় লাগবে বলে জানায় রাজ্য সরকার। চিকিৎসকরা দ্রোহ কার্নিভ্যালে মুখ্য সচিবকেও আবেদন জানিয়েছেন আসার জন্য। থ্রেট কালচার, প্রতি পদক্ষেপে জুনিয়র ডক্টরদের অনশন মঞ্চ তৈরির জন্য বাধা- সহ বিভিন্ন বিষয়ে প্রতিবাদ জানিয়েছেন চিকিৎসকরা এই বৈঠকে। বৈঠক শেষে মুখ্য সচিবের আশ্বাস মিলেছে বলেই জানালেন চিকিৎসকরা। তাঁদের দাবি, “আশা করছি রাজ্য সরকার সদর্থক পদক্ষেপ করবে। মুখ্য সচিব জানিয়েছেন তিনি দেখছেন।” গোটা বিষয়টি আলোচনা স্তরে রয়েছে বলেই দাবি সিনিয়র চিকিৎসকদের সংগঠনের।