মুখ্য সচিব এর নির্দেশ
সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর সাংবাদিক বৈঠকে জুনিয়র ডাক্তারদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পরেই সাংবাদিক বৈঠক করেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। তিনিও হাসপাতালে কর্মবিরতি তুলে নেওয়ার আর্জি করেন।
সোমবারের সাংবাদিক বৈঠকে মুখ্যসচিব বলেন, “আমাদের পুরো দল বিভিন্ন কাজ ও সাহায্য করার জন্য প্রস্তুত রয়েছে। সকলের সঙ্গে আলোচনা করে কাজ করা হবে। জুনিয়র ডাক্তারদের কাছে অনুরোধ আপনারা কাজে ফিরুন। এতদিন আপনারা যা পরিষেবা দিচ্ছিলেন তা শুরু করুন।”
পাশাপাশি জুনিয়র ডাক্তারদের নিরাপত্তা নিয়েও নিজের বক্তব্য পেশ করেন মুখ্যসচিব। তিনি জানান, সুপ্রিম কোর্ট জুনিয়র ডাক্তারদের নিরাপত্তা সুনিশ্চিত করার কথা জানিয়েছে। রাজ্য সরকারের তরফে ইতিমধ্যে ১০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ওই টাকা দিয়ে CCTV, আলো, রেস্টরুম, ওয়াশরুম সহ বিভিন্ন পরিষেবা দেওয়া হবে। সাত দিনের মধ্যেই কাজ শুরু হয়ে যাবে।
মুখ্যসচিব জানিয়েছেন, যাঁরা আন্দোলন করছেন তাঁদের প্রতি রাজ্য সরকারের সহানুভূতি ছিল। তবে সবাই যেন কাজ শুরু করে।