মৃতদেহ থেকে উধাও চোখ, ইঁদুরের ওপর দোষ চাপালেন চিকিৎসকেরা, কেলেঙ্কারি এই সরকারি হাসপাতালে
সরকারি হাসপাতালে গাফিলতির চরম চিত্র। বিহারের পাটনার সরকারি হাসপাতালে গুলিতে জখম হওয়া এক ব্যক্তির চিকিৎসা চলছিল। কিন্তু ব্যক্তিকে বাঁচানো সম্ভব হয়নি। আর তারপরই মৃতদেহ থেকে উধাও হয়ে যায় একটি চোখ! অদ্ভূত ভাবে ব্যক্তির বাড়ির লোকেরা হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুললে তাঁদের পালটা দাবি, ইঁদুরে খুবলে নিয়েছে চোখ!
সূত্র মারফত খবর, মৃত ব্যক্তির নাম ফান্টুস কুমার। বিহারের নালন্দার বাসিন্দা ওই ব্যক্তির পেটে গুলি লাগলে তাঁকে নিয়ে আসা হয় পাটনার দ্বিতীয় বৃহত্তম হাসপাতাল নালন্দা মেডিকেল কলেজ এবং হাসপাতালে। তাঁকে ভর্তি করা হয় আইসিইউতে। কিন্তু শুক্রবার রাত ৮ টা ৫৫ নাগাদ মৃত্যু হয় ওই ব্যক্তির। তার কিছুক্ষণ পরেই খোয়া যায় ব্যক্তির একটি চোখ!
মৃতের পরিবারের সদস্যরা গুরুতর অভিযোগ এনেছেন হাসপাতালের বিরুদ্ধে। তাঁদের অভিযোগ, হাসপাতালের চিকিৎসকরাই মৃতদেহ থেকে চোখ খুলে নিয়ে বিক্রি করে দিয়েছেন। তাঁরা জানিয়েছেন, শনিবার ভোর রাত পর্যন্ত হাসপাতালে ব্যক্তির মৃতদেহের কাছে বসেছিলেন। তবে তারপর কিছুক্ষণের জন্য তাঁরা বাইরে গিয়েছিলেন। সেই সময়েই কাণ্ড ঘটানো হয়েছে বলে অভিযোগ করেন তাঁরা।
মৃতের পরিবারের সদস্যদের অভিযোগ, হাসপাতালে কর্মরত কেউই মৃতদেহ থেকে চোখ খুলে নিয়েছেন বিক্রি করার উদ্দেশ্যে। কিংবা ওই ব্যক্তির আততায়ীই কোনো ভাবে হাসপাতালে ঢুকে এই কাণ্ড ঘটিয়েছেন। অপর দিকে হাসপাতালের দাবি, ইঁদুরে নাকি খুবলে নিয়েছে চোখ। ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে ঘটনায়। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ।
+ There are no comments
Add yours