মেলেনি সরকারের অনুমতি , টি২০ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার ভারতের ব্লাইন্ড ক্রিকেট দলের
আসন্ন টি২০ বিশ্বকাপের থেকে নাম প্রত্যাহার করে নিল ভারতের ব্লাইন্ড ক্রিকেট দল। ক্রিকেট অ্যাসোসিয়েশন ফর দ্য ব্লাইন্ড ইন ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে তারা চতুর্থ পর্বের টি২০ বিশ্বকাপ থেকে নাম সরিয়ে নিচ্ছে। পাকিস্তানে আয়োজিত হতে চলা এই বিশ্বকাপে খেলার জন্য দলকে সবুজ সংকেত দেয়নি ভারত সরকার। আবেদন করেও কাজ না হওয়ায় অবশেষে নাম প্রত্যাহার করা হলো।
২২ নভেম্বর থেকে শুরু হবে ব্লাইন্ড টি২০ বিশ্বকাপ আর শেষ হবে ৩ ডিসেম্বর। ব্লাইন্ড ক্রিকেটের নিয়ামক সংস্থা সিএবিআইয়ের পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘এটা দলের কাছে একটা ধাক্কা। সিএবিআই সরকারের সিদ্ধান্তের সঙ্গে সহমত পোষণ করছে এবং এই সিদ্ধান্ত মেনে নিচ্ছে।’ এবার বিশ্বকাপ জেতার জন্য ব্লাইন্ড ক্রিকেটাররা দীর্ঘ সময় ধরে পরিশ্রম করেছেন। কিন্তু দেশের স্বার্থের কথা মাথায় রেখে ও সরকারের নির্দেশকে মেনে দল পাঠাল না ফেডারেশন।
ভারতের ব্লাইন্ড ক্রিকেট দলের অধিনায়ক দুর্গা রাও তোমপাকি বলেন, ‘আমরা প্যাশনের সঙ্গে খেলেছি, এবং আমরা আমাদের দেশকে গর্বের সঙ্গে প্রতিনিধিত্ব করেছি। আমরা সবসময় বড় মঞ্চে লড়াই করার দিকে নজর দিয়েছি এবং এবার এই সুযোগটা হাতছাড়া করে আমরা হতাশ। আমরা জানি যে পরের বিশ্বকাপটা সামনে আছে, আমরা আমাদের ট্রেনিং ও প্রস্তুতি চালিয়ে যাব। আমাদের কোচিং ক্যাম্পগুলো সফল হয়েছে এবং আমরা অনেক নতুন ট্যালেন্টকে আনতে পেরেছি। এবার কাজ হচ্ছে ট্যালেন্টগুলোকে তৈরি করা পরের টুর্নামেন্টের জন্য।
২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এই ব্লাইন্ড টি২০ বিশ্বকাপ আয়োজন হচ্ছে। পাকিস্তান এই পরপর দুটো বড় টুর্নামেন্টের আয়োজক। ৯ নভেম্বর বিসিসিআই আইসিসিকে জানিয়েছে তারা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে দল পাকিস্তানে পাঠাবে না। হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি হতে পারে। কিন্তু ব্লাইন্ড ক্রিকেট থেকে ভারতকে মুখ ফিরিয়ে নিতে হলো