রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চে অর্জুন সিং
কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ রক্ষাকবচ দেয়নি বিজেপি নেতা অর্জুন সিংকে। এবার তিনি দ্বারস্থ হলেন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। মঙ্গলবার তিনি কলকাতা হাইকোর্টে মামলার আবেদন করেছেন।
রাজ্য সরকারের তদন্তকারী সংস্থা সিআইডি জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে অর্জুন সিংকে। সমবায় ব্যাঙ্কের আর্থিক দুর্নীতির অভিযোগের তদন্ত করছে সিআইডি৷ সেখানেই বিজেপি নেতা অর্জুন সিংকে ডেকে পাঠানো হয়েছে। অর্জুন সিংয়ের নাম ওই দুর্নীতির অভিযোগে রয়েছে। এর আগে কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে আবেদন করেছিলেন অর্জুন সিং। কিন্তু সেই আবেদনে খুব একটা সাড়া দেননি বিচারপতি। ভবানী ভবনে গিয়ে জেরার মুখোমুখি হতে হবে বিজেপি নেতা অর্জুন সিংকে। এই কথা জানিয়ে দেওয়া হয়েছে৷ তবে ১২ নভেম্বর নয়। ১৪ নভেম্বর জেরার দিন ঠিক করে দিয়েছে কলকাতা হাইকোর্ট।
১৪ নভেম্বর ভবানী ভবন যাবেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। চার ঘণ্টা তাঁকে জেরা করতে পারবেন সিআইডি তদন্তকারীরা। তদন্তের জন্য আবার ডেকে পাঠাতে পারবেন তদন্তকারীরা। তবে সেক্ষেত্রে চলতি মাসের শেষ সপ্তাহে ডাকতে হবে। এই নির্দেশ সিঙ্গেল বেঞ্চ দেয়। কিন্তু আদালতের থেকে রক্ষাকবচ পাননি প্রাক্তন সাংসদ।