রাজ্যের স্বাস্থ্য দপ্তর সবুজ সংকেত দেওয়ায় এ বার জট কাটল।*ময়নাতদন্তের জন্য প্রস্তুত কল্যাণী এইমস
দুর্গাপুজোর কয়েক দিন আগের ঘটনা। দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে এক নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় কেন্দ্রীয় সরকারের কোনও হাসপাতালে ময়নাতদন্তের দাবি করেছিল নির্যাতিতার পরিবার। সেই সময়ে কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয়, কল্যাণী এইমস-এর বিশেষজ্ঞরাই নাবালিকার দেহের ময়নাতদন্ত করবেন।পরিকাঠামোগত সমস্যায় শেষমেশ এইমসের বিশেষজ্ঞরা নিজেদের হাসপাতালের বদলে কল্যাণীর জেএনএম হাসপাতালের মর্গে ওই নাবালিকার ময়নাতদন্ত করেন। সে দিনই প্রশ্ন উঠেছিল, দেশের নামকরা হাসপাতাল হলেও কল্যাণী এইমস-এ কেন নিজস্ব পোস্ট মর্টেম ইউনিট নেই।কয়েক দিন আগে রাজ্যের স্বাস্থ্য দপ্তর সবুজ সংকেত দেওয়ায় এ বার এ বার কাটল সেই বাধা। এখন থেকে ময়নাতদন্ত করা যাবে কল্যাণীর এইমস–এ। কল্যাণী এইমস–এর মুখপাত্র সুকান্ত সরকার বলেন, ‘রাজ্য সরকারের স্বাস্থ্য ভবন থেকে প্রয়োজনীয় ছাড়পত্র দেওয়া হয়েছে। যে কোনওদিন শুরু হয়ে যাবে অটোপসি পরীক্ষার ইউনিটটি।’
গোটা দেশের মধ্যে হাতে গোনা যে ক’টি এইমস আছে, কল্যাণী এইমস তার অন্যতম। তবু অটোপসি পরীক্ষার ইউনিট চালু করতে স্বাস্থ্য ভবনের অনুমতি কেন?
সুকান্ত বলেন, ‘এটাই নিয়ম। যে রাজ্যে প্রতিষ্ঠানটি অবস্থিত, কয়েকটি ক্ষেত্রে সেই রাজ্যের সংশ্লিষ্ট দপ্তরের ছাড়পত্র লাগে। স্বাস্থ্য দপ্তর, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, বিদ্যুৎ দপ্তর, দমকল বিভাগ ইত্যাদি কয়েকটি দপ্তরের অনুমতি নিয়ে কাজ করতে হয় আমাদের।’
তাঁর সংযোজন, ‘এখানে ফরেন্সিক মেডিসিন অ্যান্ড টক্সিকোলজি বিভাগে ৪ জন চিকিৎসক আছেন। সহায়ক কর্মীও আছেন। পরিকাঠামো রেডি থাকলেও এত দিন ক্যাম্পাসে ময়নাতদন্ত করা যেত না রাজ্য স্বাস্থ্য ভবনের প্রয়োজনীয় ছাড়পত্র ছিল না বলে। দু’বছর আগে আবেদন করা হয়েছিল। সেই অনুমতি মিলেছে।
+ There are no comments
Add yours