রাত পেরিয়ে সকাল এখনো অনড় আন্দোলনকারীরা

#DoctorsProtest

#HealthcareStrike

#JuniorDoctorsUnrest

#HealthCrisis

#MedicalStrike

#HealthSecretaryResignation

#ProtestContinues

#DoctorsDemand

#HealthcareReform

#strikeforchange#asianews

গতকাল থেকে সারারাত ধরে তাদের দাবি তে অনড় রইলেন। স্বাস্থ্য ভবনের সামনে রাতভর অবস্থান বিক্ষোভ, সকাল হয়ে গেলেও আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়ার ডাক্তাররা। স্বাস্থসচিব, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার পদত্যাগ এর দাবি সহ আরো পাঁচ দফার দাবিতে অনড় থাকবেন। যতক্ষন না পর্যন্ত তাদের এই দাবি মানা হচ্ছে তারা এই আন্দোলন চালিয়ে যাবে। এক আন্দোলনকারী চিকিৎসক জানান, সুপ্রিম কোরছে নির্দেশ দিয়েছে গতকাল মঙ্গলবার দিন বিকেল পাঁচটার মধ্যে কাজে যোগদান না করলে রাজ্য চাইলে তারসুপ্রিম কোরছে নির্দেশ দিয়েছে গতকাল মঙ্গলবার দিন বিকেল পাঁচটার মধ্যে কাজে যোগদান না করলে রাজ্য চাইলে আন্দোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে তাতে সুপ্রিমকোর্ট কোন আপত্তি জানাবে না সেই রায়কে আমরা স্বাগত জানাচ্ছি। রাজ্য চাইলে অ্যাকসের নিতে পারে কিন্তু আমরা আমাদের দাবিতে অনর থাকব আমাদের এই পাঁচ দফা দাবি না পূরণ হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে আমরা কাজে যোগ দেব না । আমরা কাজে যোগদান করতে চাই কিন্তু আমাদের দাবি পূরণ হলে আমরা তৎক্ষণাটি কাজে যোগদান করব কিন্তু আমাদের দাবি পুরো না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি চলবে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে একটি ইমেইল করে জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধিদের সাথে কথা বলার জন্য । তাদের দাবি দাওয়া কি রয়েছে তার সম্পূর্ণ আলোচনার জন্য ডেকে পাঠিয়েছিলেন তাদের প্রতিনিধি দলকে। কিন্তু জুনিয়র চিকিৎসকের প্রতিনিধিরা কেউই কথা বলতে নবান্নে যায়নি

Asia News https://asianewslive.in

Asia News is a digital news platform that brings Asia to the global online audience.

You May Also Like

More From Author