ইউক্রেনের পাল্টা চাপে জেরবার রাশিয়া। ইতিমধ্যেই রাশিয়ার ভিতরে ঢুকে পড়েছে ইউক্রেনের হাজার হাজার সেনা। সে কথা স্বীকার করে নিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি স্বয়ং।বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ট্যাঙ্ক এবং অত্যাধুনিক অস্ত্রশস্ত্র সঙ্গে নিয়ে ইউক্রেনীয় সেনা রাশিয়ার সীমান্ত পার করে ৩০ কিলোমিটার ভিতরে চলে গিয়েছে। ঘাঁটি গেড়েছে রাশিয়ার পশ্চিমে কুর্স্ক অঞ্চলে।
রাশিয়ার ভূখণ্ডে টানা সাত দিন ধরে হামলা চালাচ্ছে ইউক্রেন। কুর্স্ক অঞ্চলে ইউক্রেনের সেনাবাহিনীর হামলা চালানোর পরে সে প্রসঙ্গে মুখ খুলে বড় মাপের সাফল্য দাবি করেছেন জ়েলেনস্কি। এক স্থানীয় সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে শনিবার তিনি বলেন, “ইউক্রেনের সামরিক বাহিনী রাশিয়ার ভূখণ্ডে ঢুকে আক্রমণ করছে।জেলেনস্কি শনিবার দেশবাসীর উদ্দেশে বক্তৃতা করার সময় ইউক্রেনের সশস্ত্র বাহিনীর প্রতিটি ইউনিটকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘‘ইউক্রেন প্রমাণ করছে যে তারা ন্যায়বিচার করতে জানে।’’
জেলেনস্কির বিবৃতি ইতিমধ্যেই বিশ্ব জুড়ে হইচই ফেলেছে। রাশিয়া যেমন চমকে গিয়েছে, তেমনই অবাক হয়েছে ইউক্রেনের বন্ধু দেশগুলি। সূত্রের খবর, আমেরিকাও নাকি ইউক্রেনের এই পদক্ষেপের কথা আগে থেকে বুঝে উঠতেই পারেনি।
কিন্তু কেন হামলার জন্য সীমান্তবর্তী কুর্স্ক অঞ্চলতেই বেছে নিল ইউক্রেন? জ়েলেনস্কি জানিয়েছেন, সাম্প্রতিক কালে ইউক্রেনের উপর রাশিয়া যত হামলা চালিয়েছে, তার বেশির ভাগই হয়েছে কুর্স্ক অঞ্চল থেকে।জ়েলেনস্কির কথায়, ‘‘এই গ্রীষ্মের শুরুর পর শুধুমাত্র কুর্স্ক অঞ্চল থেকে আমাদের সুমি অঞ্চলে আর্টিলারি, মর্টার, ড্রোন দিয়ে প্রায় দু’হাজার হামলা হয়েছে।’’ তারই প্রতিক্রিয়া হিসাবে ইউক্রেন এই পদক্ষেপ করেছে বলেও জানিয়েছেন সে দেশের প্রেসিডেন্ট।