13 বছর পর দেশে এলো বিশ্বকাপ ।এক ইতিহাস গড়লো ভারত। টানটান উত্তেজনার মধ্যে শেষ ওভারে কাটলো এই ফরম্যাটে ভারতের 13 বছরের খরা। রোহিত শর্মার হাতে উঠলো বিশ্বকাপ। কোচিং ক্যরিয়ারে বিশ্বাসেরা তকমা পেলো রাহুল দ্রাবিড় ও। বারবাডোজের মাটিতে রোহিত শর্মা ভারতীয় পতাকা তুললেন। 2024 টি-20 বিশ্বকাপের ফাইনাল ম্যাচে টিম ইন্ডিয়া 7 রানে জয়লাভ করেছে। হার্দিক পান্ডিয়া শেষ ডেলিভারিটা করতে না করতেই গোটা বিশ্বজুড়ে ভারতীয় ক্রিকেট সমর্থকরা উদযাপন শুরু করে দেন। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি এবং হার্দিক পান্ডিয়া জয়ের আনন্দে কান্নায় ভেঙে পড়েন। ক্রিকেট ইতিহাসে এক নয়া অধ্যায় সংযোজন করল ভারতীয় ক্রিকেট দল।
জয়ের জন্য 177 রান তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকা বেশ ভালোই লড়াই চালাচ্ছিল। একটা সময় তাদের জয়ের জন্য় 24 বলে 26 রান দরকার ছিল। উইকেটে সেট হয়ে গিয়েছিলেন হেনরিক ক্লাসেন। কিন্তু, 17 ওভারে হার্দিক পান্ডিয়া তাঁর উইকেট শিকার করেন। পরের ওভারেই জসপ্রীত বুমরাহের বলে ফিরে যান মার্কো জেনসেন। শেষ ওভারে দক্ষিণ আফ্রিকার জয়ের জন্য 16 রান দরকার ছিল। ওভারের প্রথম ডেলিভারিতেই ডেভিড মিলারকে আউট করলেন হার্দিক পান্ডিয়া। সৌজন্যে সূর্যকুমার যাদবের একটি অসাধারণ ক্যাচ। শেষপর্যন্ত 20 ওভারে দক্ষিণ আফ্রিকা 8 উইকেট হারিয়ে 169 রান তোলে। টিম ইন্ডিয়া জয়ের পরেই ভারতীয় সমর্থকদের উচ্ছাস ভেঙে পড়েছিল সর্বত্র। একইসঙ্গে জাসপ্রীতি বুমরাহ এর কথা না বললেই নয় তার বলিং ছিলো অসাধারণ। 2011 এর পর 2024 এ ভারতের বিশ্বকাপ জয়। সতীর্থদের সঙ্গে কাপ নিয়ে সেলিব্রেসন এ মাতলেন টিম ইন্ডিয়া। সেদিন ঐ মাঠেই দেশকে বিশ্বকাপ জিতিয়েই টি-20 ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন রোহিত শর্মা ,বিরাট কোহলি , জানিয়েছেন, এই বিশ্বকাপ জয়ের জন্য তিনি আপ্রাণ চেষ্টা করেছিলেন। অবশেষে সেই লক্ষ্যে সফল হয়েছেন তিনি। অবসর নেওয়ার জন্য এর থেকে ভালো সময় আর কিছু হতে পারে না। 2014 সালে টি 20 বিশ্বকাপের ফাইনালেও জ্বলে উঠেছিল বিরাটের ব্যাট । শ্রীলংকার বিরুদ্ধে ফাইনালে দুর্দান্ত 77 রানের ইনিংস খেলেছিলেন কিন্তু সেদিন খালি হাতে ফিরতে হয়েছিল । দশ বছর পর বার্বাডোজে পালাবদল ।দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে , 7 রান এ বিশ্বক্যাম্পিয়ন হলো ভারত।
এবার শুধুই সেলিব্রেশন টিম ইন্ডিয়ার ড্রেসিং রুম এ। সারা ভারত এই জয়ের অপেক্ষায় প্রহর গুনছিলো। অবশেষে তার অবসান ঘটলো।