রোমের ইতিহাস
এই দেশের ইতিহাস হাজার বছরের পুরোনো।
ইতিহাসের পাতায় রোম সম্পর্কে যে তথ্যগুলো জানা যায় তাতেই উঠে আসে সে ইতিহাস। অ্যাভেনটাইন, কেইলিয়ান, ক্যাপিটোলাইন, ইসকুইলিন, প্যালেটাইন, কুইরিনাল ও ভিমিনাল নামের সাতটি পাহাড় নিয়ে রোম সভ্যতা। এগুলো ফ্রেঞ্চ কূটনীতিকের অনুদানে তৈরি, যার নাম এটিয়েনে গুয়েফিয়ার। এছাড়া এর সঙ্গে ইতালিয়ান দুজন স্থপতিও জড়িত রয়েছেন। তাহলে কেন স্প্যানিশ স্টেপস নাম হলো? সেখানে কাছাকাছি স্থানেই স্পেনের দূতাবাস ছিল।
রোমের বিখ্যাত ফোয়ারা এখানে নানা কারনে অর্থের পরিমাণ প্রতিদিন প্রায় তিন হাজার ইউরো জমা হয়। রোমের বৃহত্তম পার্ক আপনি যা ভাবছেন তেমন নয়। রোম শহরের অন্যতম একটি স্থান হল ভিলা বর্গিস। অনেকে একে শহরের বৃহত্তম পার্ক বলে মনে করেন। যদিও এটি তৃতীয় বৃহত্তম।
শহরটি এখনও কিছুটা
ইতালির এ রাজধানীতে এখনও বহু নিদর্শন রয়েছে, যা বেনিটো মুসোলিনির স্মৃতি তুলে ধরে। আর এ শহরে রয়েছে তার স্মৃতিবিজড়িত ভবনও। এর মধ্যে একটি হলো ‘স্কয়ার কলোসিয়াম।
অলিম্পিকের জন্য বিখ্যাত রোম। তবে ১৯৪০ সালে অলিম্পিক গেমস হয়নি। কারণ তখন বড় যুদ্ধ চলছিল। আর এরপর ১৯৬০ সাল পর্যন্ত অপেক্ষা করতে হয় তাদের। এখন রোম চায় আরও অলিম্পিক আয়োজন করতে।
Asia News
https://asianewslive.in
Asia News is a digital news platform that brings Asia to the global online audience.