লোকসভায় আজ পেশ হচ্ছে না এক দেশ-এক ভোট বিল

আজ লোকসভায় এক দেশ-এক ভোট বিল পেশ হওয়ার কথা ছিল, তবে শেষ মুহূর্তে তা পিছিয়ে গেছে। সংসদের সূচিতে প্রথমে এই বিলটি পেশ করার কথা থাকলেও, পরে চূড়ান্ত কার্যসূচিতে এই বিলটি অন্তর্ভুক্ত করা হয়নি। এদিকে, বৃহস্পতিবার মন্ত্রিসভা সংবিধান সংশোধনী বিল (১২৯ সংশোধনী) এবং কেন্দ্রশাসিত অঞ্চল আইন (সংশোধনী বিল), ২০২৪ অনুমোদন করে এবং শুক্রবার সাংসদদের কাছে বিলগুলি পাঠানো হয়। এরপর আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এই বিলগুলো সংসদে পেশ করার ঘোষণা করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত সরকার ওই বিলগুলো পেশ না করার সিদ্ধান্ত নিয়েছে।এখন সংসদের চলতি অধিবেশন ২০ ডিসেম্বর পর্যন্ত চলবে, তবে এই অধিবেশনে আদৌ এক দেশ-এক ভোট বিল পেশ হবে কিনা, তা নিয়ে এখনো সংশয় তৈরি হয়েছে। এই বিলের পক্ষে দীর্ঘদিন ধরেই সওয়াল করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কেন্দ্রের যুক্তি, একসঙ্গে ভোটের মাধ্যমে সরকারের খরচ কমানো যাবে, রাজনৈতিক দলগুলোর খরচও কমবে, এবং নির্বাচনের কারণে সরকারের কাজকর্ম এবং উন্নয়ন প্রকল্পে কোনো বাধা আসবে না। তবে বিরোধী দলগুলির, বিশেষত কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের আপত্তি রয়েছে। তাদের দাবি, দেশের সাংবিধানিক কাঠামোয় এই ধরনের পরিবর্তন কার্যকর করা চ্যালেঞ্জিং হতে পারে, কারণ রাজ্যগুলোতে বিধানসভার নির্বাচনের সময় আলাদা হয়ে থাকে এবং একসঙ্গে ভোট করানোর জন্য কিছু রাজ্যের ভোট এগিয়ে আনা বা পিছিয়ে দেওয়া প্রয়োজন হবে, যা সমস্যার সৃষ্টি করতে পারে।এদিকে, তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেছেন, “এটা নিয়ে আমাদের সংসদীয় দলের চেয়ারম্যান মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক সময় সিদ্ধান্ত নেবেন।

Asia News https://asianewslive.in

Asia News is a digital news platform that brings Asia to the global online audience.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours