লোকসভা নির্বাচনে ভরাডুবি নিয়ে রাজ্য বিজেপি-র অন্দরে শুরু হয়েছে কোন্দল, সেই আবহে দলীয় বৈঠকে যোগ দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নির্বাচনী ভরাডুবি বিশ্লেষণ করতে গিয়ে জানান, তিনি বিরোধী দলনেতা হলেও, দলের সংগঠনের দায়িত্বে তিনি নেই। সব ছেড়ে দিয়ে বিজেপি-তে এসেছেন তিনি। এদিন শুভেন্দুকে বলতে শোনা যায়, “এই ফলাফল আপনারাও কল্পনা করতে পারেননি, আমরাও কল্পনা করতে পারিনি। প্রেসের বন্ধুদের সামনে রেখে এখানে চুলচেরা বিশ্লেষণ হবে না। চুলচেরা বিশ্লেষণের দরকার আছে, সেই জায়গা আলাদা। লক্ষ্য করবেন, বিরোধী দলনেতা আমি। দলের সংগঠনের দায়িত্বে নেই। আমি লোকসভা নির্বাচনের আগে বা পরেই বলুন, সংবাদমাধ্যমের সামনে এমন কথা বলি না, যাতে বুথের কর্মী, আমাদের ভোটাররা হতাশ হন। আমি এটাই চালিয়ে যাব।”
**********************************************************************************************************
শুভেন্দু বলেন, “আমি জাতীয়তাবাদী পরিবার থেকে এসেছি। মুকুল রায়ের মতো সব কেড়ে নেওয়ার পর আমি বিজেপি-তে আসিনি। সব ফেলে দিয়ে বিজেপি-তে এসেছি। বিজেপি এবং সনাতন, ভারতীয় সংস্কৃতী এবং রাষ্ট্রবাদ, এখানেই আমার রিটায়ারমেন্ট হবে। এটুকু আমি কমিটমেন্ট করতে চাই। অনেক দূর পৌঁছে গিয়েছি আমরা। সংগঠনের ব্যাপারে যা বক্তব্য ছিল, দিল্লিতে গিয়ে সুনীলজিকে ওয়ান টু ওয়ান বলে এসেছি আমি। বাংলাকে কী করে বাঁচাতে হবে, অমিত শাহজি বাড়িতে ৪৫ মিনিট সময় দিয়েছিলেন, বলে এসেছি।”