লোকাল ট্রেনের স্টপেজের সময় কমছে, যাত্রীদের জন্য মাত্র ৩০ সেকেন্ড বরাদ্দ
লোকাল ট্রেনের নিয়মিত যাত্রীদের জন্য দুঃসংবাদ। এবার ট্রেনের স্টপেজের সময়সীমা কমিয়ে মাত্র ৩০ সেকেন্ডে নির্ধারণ করা হয়েছে। এই নতুন নিয়মের ফলে যাত্রীদের ওঠা-নামার জন্য পর্যাপ্ত সময় থাকবে না, এবং এতে ভোগান্তি বাড়বে বলে মনে করা হচ্ছে।লোকাল ট্রেন শহরের নিত্যযাত্রীদের জন্য এক গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা। বিভিন্ন অঞ্চলের মানুষের কাছে এটি একমাত্র ভরসা। অনেকেই প্রতিদিন কয়েক ঘণ্টা ট্রেনে করে কাজের উদ্দেশ্যে কলকাতায় আসেন। একটি ট্রেন মিস করলে তাদের জন্য ভোগান্তির শেষ থাকে না। এই পরিস্থিতিতে রেলের নতুন নিয়ম যে সমস্যা তৈরি করবে, তা বলাই বাহুল্য।
স্টপেজের সময় কমার কারণ
এতদিন ধরে ট্রেনগুলো প্রতি স্টেশনে ৪০ থেকে ৫০ সেকেন্ড দাঁড়িয়ে থাকত। তবে আজ শুক্রবার থেকে স্টপেজের সময় ৩০ সেকেন্ডে সীমাবদ্ধ করা হয়েছে। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার কারণে ট্রেনগুলোর গন্তব্যে পৌঁছাতে দেরি হচ্ছিল। তাই স্টপেজের সময় কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অফিস টাইমে অধিকাংশ ট্রেনে প্রবল ভিড় হয়ে থাকে। এ সময় ৪০ থেকে ৫০ সেকেন্ডেও অনেক যাত্রী ওঠা-নামার জন্য প্রয়োজনীয় সময় পায় না। সেখানে ৩০ সেকেন্ডে ওঠা-নামা করতে গেলে সমস্যার সৃষ্টি হবে বলেই মনে করছেন নিত্যযাত্রীরা। অনেকেই মনে করছেন, আগে ট্রেনগুলো হয়তো ৩০ সেকেন্ডের বেশি সময় দাঁড়াত, কিন্তু এখন নিয়মটি কঠোরভাবে মানা হবে।
রেলের একটি অংশ দাবি করেছে যে, লোকাল ট্রেনের স্টপেজের সময় বরাবরই ৩০ সেকেন্ড ছিল। তবে এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে।